১৫ মে, ২০২৫ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩২ | ১৬ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র

বান্দরবানে জঙ্গি ও সন্ত্রাসবাদ বিরোধী মহিলা সমাবেশ অনুষ্ঠিত

bban-mohilapic-3-copy
বান্দরবানে জঙ্গি ও সন্ত্রাসবাদ বিরোধী প্রচারনা, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও বাল্য বিয়ে প্রতিরোধ সংক্রান্ত সচেতনতা মুলক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বান্দরবান জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে বুধবার সকাল ১১টায় শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুস্মিতা খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাঃ উদয় শংকর চাকমা, জেলা তথ্য অফিসার উষামং চৌধুরী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিক উল্লাহ প্রমুখ।
সমাবেশে জেলা প্রশাসক বলেন, দেশ থেকে জঙ্গি ও সন্ত্রাসবাদ নির্মুল করতে সরকারের কার্যক্রম অব্যহত রয়েছে, ফলে জঙ্গিরা ধরা পড়ছে, আটক হচ্ছে আবার মারাও যাচ্ছে। জঙ্গিদের মধ্যে অনেক মহিলা জঙ্গিও আছে। মহিলাদের মধ্যে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদেরকে প্রতিহত করার জন্য সমাজের সর্বস্তরের মহিলাদের এগিয়ে আসতে হবে।
তিনি আরো বলেন, সরকার নারী নির্যাতনের বিরুদ্ধে, বাল্য বিবাহ ও যৌতুকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষনা করেছে। এ বিষয়ে প্রত্যক নারীকে তার অবস্থান থেকে সচেতন হতে হবে। উক্ত নারী সমাবেশে পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক’শ নারী অংশ গ্রহন করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।