২১ আগস্ট, ২০২৫ | ৬ ভাদ্র, ১৪৩২ | ২৬ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

বাইশারী উচ্চ বিদ্যালয়ে গ্রন্থাগার পদে নিয়োগ স্থগিত

নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী উচ্চ বিদ্যালয়ে গ্রন্থাগার পদে নিয়োগ পরীক্ষা অবশেষে স্থগিত করা হয়েছে। অনিয়ম ও দূর্নীতির অভিযোগে প্রশাসনিক ভাবে নিয়োগ পরীক্ষা সাময়িক স্থগিত রাখা হয়।
গত ১৭ ডিসেম্বর বান্দরবান জেলা সদরে নিয়োগ পরীক্ষা হওয়ার কথা থাকলেও স্থানীয়দের অভিযোগে উর্দ্ধতন দপ্তর স্থগিতাদেশ জারি করেন।
তবে সম্প্রতি এ আদেশকে উপেক্ষা করে গোপনে নিয়োগ কার্যক্রম চালাচ্ছে বলে জানায় অভিযোগকারীরা।
জানা যায়, বাইশারী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নুরুল হাকিম তাঁর পছন্দের এক প্রার্থীকে নিয়োগ দেওয়ার লক্ষ্যে গোপন কার্যক্রম শুরু করেছে।
গত ১৩ ডিসেম্বর বাইশারী এলাকার স্থানীয় বাসিন্দা এহতেশামুল হক এর লিখিত অভিযোগের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার উক্ত বিষয়ে তদন্তের জন্য উপজেলা এলজিইডি প্রকৌশলীকে দায়িত্ব দেন।
এদিকে ২০ ডিসেম্বর বাইশারী উচ্চ বিদ্যালয়ের গ্রন্থাগার পদে নিয়োগ পরীক্ষা স্থগিত রেখে সুষ্ট তদন্তের জন্য আরো একটি অভিযোগ উপজেলা নির্বাহী অফিসার দপ্তরে করা হয়েছে।
উক্ত অভিযোগে উল্লেখ করা হয়েছে- বাইশারী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নুরুল হাকিম ইতিপূর্বে প্রাথমিক বিদ্যালয়ে চাকরী দেওয়ার নামে হারুনুর রশিদ নামে এক ব্যাক্তির কাছ থেকে সাড়ে তিন লক্ষ টাকা আত্মসাত করে।
এ ঘটনায় বান্দরবানে সিআর ৪২/২০১৬ বিচারাধীন রয়েছে। এছাড়াও জনৈক সুধাংসু দে চাদাঁবাজি মামলা করে নুরুল হাকিমের বিরুদ্ধে। ২০১৭ শিক্ষা বর্ষে পপি গাইড ক্রয়ের নামে বাইশারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর কাছ থেকে ৮০ হাজার টাকা আত্মসাত, এসএসসি ফরম পূরণে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ৩৫০০ টাকা আদায় করা হয়েছে বলে উল্লেখ করা হয় অভিযোগে।
অভিযোগকারীরা জানান সম্প্রতি স্থগিতাদেশ উপেক্ষা করে গোপনে পছন্দের ব্যক্তিকে নিয়োগ কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিদ্যালয় সভাপতি নুরুল হাকিম। এতে উপরস্থ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি এলজিইডি প্রকৌশলী ও তদন্ত কর্মকর্তা কমল কান্তি পাল জানান, উপজেলা নির্বাহী অফিসারের আদেশে গ্রন্থাগার পদে অনিয়ম দুর্নীতির বিষয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।