৮ জুলাই, ২০২৫ | ২৪ আষাঢ়, ১৪৩২ | ১২ মহর্‌রম, ১৪৪৭


শিরোনাম
  ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন   ●  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নির্বাচন সম্পন্ন   ●  যুক্তরাষ্ট্রের জুরি বোর্ডের সদস্য হলেন চৌধুরী কন্যা স্বর্ণা   ●  ভিজিএফ চালের অনিয়ম’ নিয়ে সংবাদ – চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা   ●  শিক্ষার ফেরিওয়ালা মরহুম জালাল আহমদ চৌধুরীর ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ   ●  বিয়ের তিন মাসেই সড়কে প্রাণ গেল হলদিয়ার জুনাইদের   ●  চুনোপুঁটি ধরলেও অধরা রাঘববোয়ালরা   ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা

বাইশারীতে সড়ক দূর্ঘটনায় নিহত-১ নারী-শিশুসহ আহত- ৫

DSCN68552
নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের দূর্গম রাঙ্গাঝিরিতে সড়ক দূর্ঘটনায় এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়ে আরো পাচঁ জন। সোমবার সকালে বাইশারী ইউনিয়নের রাঙ্গাঝিরি থেকে ঈদগড় বাজারে যাওয়ার পথে এ দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সোমবার চাদেঁর গাড়ি নং-ঢাকা-গ- ১৭৮০ অতিরিক্ত মালামাল ও যাত্রী পরিবহণ করে যাওয়ার পথে রাঙ্গাঝিরি পাহাড় অতিক্রম করার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পিছনের দিকে ১৫/২০ গজ দূরবর্তী ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলে কুলসুমা বেগম (৭০) স্বামী- ইব্রাহিম নামে এক বৃদ্ধা নারীর ঘটনাস্থলে মৃত্যু হয়। নিহতের মাথার সম্পূর্ণ অংশ থেতলে গেছে।
এ ঘটনায় আহত হয়েছে আরিফ উল্লাহ (১৫), পিতা- ইসমাইল, মো: হোসেন (৪০) পিতা- মৃত মনু মিয়া, লালু বেগম (৩২), স্বামী- গোলাম সোবাহান, নুরুল হাকিম (৬০), পিতা- জাহিদ হোসেন, ইসমাইল (৭০) পিতা- মোহাম্মদ আলী। ঘটনার পর পরই বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক, এসআই আনিসুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ আলমসহ স্থানীয় ইউপি সদস্য ঘটনাস্থল পরিদর্শ করেন। স্থানীয়রা জানিয়েছেন চাদেঁর গাড়িতে অতিরিক্ত ধান, কলা, বাশের পাশাপাশি যাত্রী পরিবহণের কারনে এ দূর্ঘটনা ঘটে।
বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ এসআই আনিসুর রহমান দূঘর্টনার সত্যতা স্বীকার করে জানান, অতিরিক্র মালামাল ও যাত্রী পরিবহণের সময় দূর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে চালক ও হেলপার পলাতক রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।