২৩ আগস্ট, ২০২৫ | ৮ ভাদ্র, ১৪৩২ | ২৮ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

বাংলানিউজের সংবাদকর্মীসহ ৩ জনকে প্রাণ নাশের হুমকি

৪৪৪৪৪৪৪
দেশের জনপ্রিয় অনলাইন সংবাদ মাধ্যম বাংলানিউজের সংবাদকর্মী, নিউজকক্স২৪ডটকমের বার্তা সম্পাদক ও সমুদ্রবার্তার স্টাফ রিপোর্টার অর্পন বড়–য়াকেসহ ৩ সংবাদকর্মীকে বিদেশ থেকে প্রাণ নাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (১২ এপ্রিল) বিকাল ৪টা ৬মিনিটের দিকে এ হুমকি দেওয়া হয়।

সংবাদকর্মী অর্পন বড়ুয়া জানান, উপজেলার চাকমারকুল ইউনিয়নের মোহাম্মদপুরা এলাকার আব্দুল মোনাফের ছেলে কাতার প্রবাসী মো. ইউনুছ মোবাইল নাম্বার +৩৯১২৬৮১৪৬ থেকে তার সেল ফোনে কল করে তাকে এবং দৈনিক যায়যায়দিন, কক্সবাজার বার্তার রামু প্রতিনিধি গোলাম মওলা ও আমাদের কক্সবাজারের রামু প্রতিনিধি আব্দুল মালেক সিকদারকে প্রাণ নাশের হুমকি দেন।

এদিকে, শুক্রবার (১০ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার চাকমারকুল ইউনিয়নের তসলিমা আকতার (২২) নামে গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত তসলিমা আক্তার ওই কাতার প্রবাসী মো. ইউনুছের স্ত্রী। এ ঘটনায় বস্তুনিষ্টতার সাথে বাংলানিউজ, দৈনিক কক্সবাজার বার্তা, আমাদের কক্সবাজার ও নিউজকক্সসহ স্থানীয় গণমাধ্যমে সংবাদ পরিবেশন করায় তাদেরকে এ হুমকি দেওয়া হয়েছে বলে সংবাদকর্মী গোলাম মওলা ও আব্দুল মালেক সিকদার আশঙ্কা প্রকাশ করছেন।

রামু থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ কায়কিসলু জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ওই সংবাদের কিছু অংশ দেওয়া হলো :
নিহতের বোন শাহিনা আকতার জানান, বিয়ের পর থেকে তসলিমার স্বামী মো. ইউনুছ, শ্বাশুড়ি আয়েশা বেগম, জ্যা ইয়াছমিন আকতার তসলিমাকে অমানবিক নির্যাতন চালিয়ে আসছিল। বুধবার (৯ এপ্রিল) তসলিমাকে দিনব্যাপী নির্যাতন চালায় শ্বাশুড়ি আয়েশা বেগম ও জ্যা ইয়াছমিন আকতার। তার অভিযোগ তসলিমাকে শ্বাশুড়ি আয়েশা বেগম ও জ্যা ইয়াছমিন আকতার পরিকল্পিত ভাবে হত্যা করেছে। এ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যই তার গলায় ফাঁস লাগিয়ে নাটক সাজানো হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।