২ মে, ২০২৫ | ১৯ বৈশাখ, ১৪৩২ | ৩ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন

বাংলাদেশ থেকে ডিম-মুরগি নেবে না সৌদি

বাংলাদেশ থেকে ডিম, মুরগি এবং এ ধরনের পাখির আমদানি নিষিদ্ধ করেছে সৌদি আরব। গত বুধবার সৌদি আরবের পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয় ঘোষিত এক অস্থায়ী নিষেধাজ্ঞায় একথা জানানো হয়।

আরব আমিরাতের মিডিয়া এমিরেটস২৪৭ জানায়, বাংলাদেশে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব সম্পর্কে ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর অ্যানিমেল হেল্থ (ওআইই)-এর এক ঘোষণার সূত্রে সৌদি আরব এমন সিদ্ধান্ত নিল।

পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয় দেশটির সবগুলো রোগবালাই রোধক পশুপৃথকীকরণ প্রতিষ্ঠান (কোয়ারেন্টাইন) ও সংশ্লিষ্ট অন্যান্য সরকারি প্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে জরুরি পদক্ষেপ নিতে বলেছে।

যে ঘটনার সূত্রে এমন সিদ্ধান্ত
প্রসঙ্গত, গত জানুয়ারিতে ঢাকার ধামরাইয়ে একটি মুরগি খামারে উচ্চ সংক্রমক ‘এইচফাইভএন১’ বার্ড ফ্লু ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে জানায় বিশ্ব পশু স্বাস্থ্য সংস্থা (ওআইই)। ওই খামারে বার্ড ফ্লু ভাইরাসের সংক্রমণের ফলে সাত শতাধিক ‘সোনালি’ প্রজাতির মুরগি মারা গেছে বলে জানা গেছে।

ওআইই’র প্রতিবেদনে বলা হয়, বার্ড ফ্লু ভাইরাস সংক্রমিত ওই খামারটিতে তিন হাজার মুরগি আক্রান্ত হয়। এর মধ্যে ৭৩২টি মারা গেলে বাকিগুলোর গলাকেটে মেরে ফেলা হয়।

পানিসম্পদ অধিদফতরের বিশেষজ্ঞরা খামারটিতে বার্ড ফ্লু ভাইরাস সংক্রমণের প্রমাণ পাওয়ায় মুরগিগুলো মেরে ফেলা হয় বলে বিবিসি জানায়।

একই প্রসঙ্গে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের কৃষি মন্ত্রণালয় থেকে পাওয়া প্রতিবেদনের ভিত্তিতে গত ২৩ জানুয়ারি এ তথ্য প্রকাশ করে প্যারিসভিত্তিক সংস্থা ওআইই।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।