২৭ আগস্ট, ২০২৫ | ১২ ভাদ্র, ১৪৩২ | ৩ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

বাংলাদেশী ও রোহিঙ্গাদের উচ্ছেদের হুমকি কাশ্মীরের উগ্র হিন্দুদের

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের ভাতিন্দা এলাকায় একটি ছোট্ট দোকান পরিচালনা করেন আবদুল করিম ও জাহিদা বেগম দম্পতি। ২০১২ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যের সহিংসতা থেকে পালিয়ে এসেছিলেন তারা। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এ এলাকায় একটি ছোট দোকান দিয়েছিলেন। ৩ ছেলে নিয়ে থাকেন দোকানসংলগ্ন একটি ছোট্ট ঝুপড়িতে। দুই, ছয় ও আট বছর বয়সী সন্তানদের কেউ স্কুলে যায় না। তবে চলতি বছর বড় ছেলেকে স্কুলে পাঠাবেন বলে জানিয়েছেন এ রোহিঙ্গা দম্পতি।

২০০৮ সাল থেকে ভারত রোহিঙ্গা শরণার্থীদের গ্রহণ করছে। করিম ও জাহিদা ২০১২ সালে মিয়ানমার সেনাদের রোহিঙ্গাবিরোধী অভিযান থেকে বেঁচে পালিয়ে এখানে আসেন। জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) সঙ্গে কাজ করা বেসরকারি সংস্থা ডেভেলপমেন্ট অ্যান্ড জাস্টিস ইনিশিয়েটিভের (ডিএজেআই) তথ্যমতে, ভারতে অন্তত ১০ হাজার রোহিঙ্গার বাস। এর মধ্যে প্রায় ৫ হাজার ৭০০ রোহিঙ্গা জম্মু কাশ্মীরে বসবাস করেন।

তবে সম্প্রতি বিশেষ করে ফেব্রুয়ারি মাসে কাশ্মীরজুড়ে রোহিঙ্গাবিরোধী বিলবোর্ড টানানো হয়েছে। সেখানে বলা হচ্ছে, রোহিঙ্গা, বাংলাদেশী জম্মু ছাড়ো। এ ছাড়া তারা সেখানের অধিবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে, ‘জেগে ওঠো, ইতিহাস, ঐতিহ্য ও ডোগরাদের স্বপরিচিতি রক্ষা করো।’

জম্মুর হিন্দু সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়কে ‘ডোগরা’ বলা হয়ে থাকে। জম্মু-কাশ্মীরের প্রভাবশালী রাজনৈতিক দল ন্যাশনাল প্যান্থার্স পার্টি এমন বিলবোর্ড লাগিয়েছে। হিন্দু উগ্রপন্থী এ রাজনৈতিক দলের নেতা হার্শ দেব সিংয়ের ছবিও ওই বিলবোর্ডে জুড়ে দেয়া রয়েছে।

আল জাজিরাকে হার্শ বলেন, ‘মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীর উপত্যকা ও দক্ষিণাঞ্চলীয় জম্ম এলাকায় দুই-তৃতীয়াংশ হিন্দু জনগোষ্ঠীর মধ্যে একটি সাধারণ অবিশ্বাস বিদ্যমান রয়েছে, যেটি সাধারণ জনগণের জন্য হুমকি।’

সূত্রঃ যুগান্তর

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।