১২ সেপ্টেম্বর, ২০২৫ | ২৮ ভাদ্র, ১৪৩২ | ১৯ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ

বাংলাদেশি আট জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমার

বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের কাছাকাছি এলাকায় একটি মাছ ধরার ট্রলার ডুবিয়ে দিয়ে বাংলাদেশি আট জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের নৌ-বাহিনী।

বৃহস্পতিবার বঙ্গোপসাগরের বাংলাদেশ-মিয়ানমার জলসীমার সেন্টমার্টিনের দক্ষিণে মৌলভীর শিল পয়েন্ট এ ঘটনা ঘটে।

ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন- আব্দু রশিদ মাঝি (৩৮), সৈয়দ করিম (৪২), নূর হাসান (২৭), মোহাম্মদ উল্লাহ (৫৫), জামাল হোসেন (৪০), দিল মোহাম্মদ (৩৬), ছেলে সাদেক (৩৫) ও ছেলে জাকের (৫৫)। এরা সবাই টেকনাফের বিভিন্ন এলাকা বাসিন্দা।

পালিয়ে আসা আরো কয়েকটি মাছ ধরার ট্রলারের জেলেদের বরাত দিয়ে ডুবিয়ে দেয়া ট্রলারের মালিক আবু হোসেন বলেন, বঙ্গোপসাগরের ফিশিং ট্রলার সাগরে মাছ শিকারকালে হঠাৎ করে মিয়ানমার নৌ-বাহিনীর একটি জাহাজ এসে ধাওয়া করলে অন্য কয়েকটি ট্রলার পালিয়ে গেলেও আমার ট্রলারটি ধাক্কা দিয়ে ডুবিয়ে দেয়। এ সময় ফিশিং ট্রলারে থাকা আট জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমারের নৌবাহিনী। পরে স্থানীয় আরো কয়েকটি ট্রলারের সাহায্যে ডুবিয়ে দেওয়া ট্রলারটি সকাল ৮টার দিকে উদ্ধার করে সেন্টমার্টিন উপকূলে রাখা হয়েছে। এছাড়া জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।

টেকনাফস্থ বিজিবির ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আবু জার আল জাহিদ জানান, বঙ্গোপসাগরের মিয়ানমারের জলসীমার অভ্যন্তরে গিয়ে মাছ শিকারের কারণে টেকনাফের আটক জেলেকে ধরে নিয়ে গেছে। এ বিষয়টি নিয়ে সকালে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারা আট জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছে। ঊধ্বর্তন কর্তৃপক্ষ সঙ্গে আলাপ করে তাদেরকে শুক্রবার ছেড়ে দেয়া হবে বলেও জানায় বিজিবির এ কর্মকর্তা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।