২৪ আগস্ট, ২০২৫ | ৯ ভাদ্র, ১৪৩২ | ২৯ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

বর্ষীয়ান সাংবাদিক রফিক উদ্দিন বাবুলের মৃত্যুতে উখিয়া প্রেসক্লাবের শোক

প্রেস বিজ্ঞপ্তি :

উখিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি বর্ষীয়ান সাংবাদিক জাতীয় দৈনিক ইত্তেফাকের উখিয়া প্রতিনিধি রফিক উদ্দিন বাবুলের মৃত্যুতে উখিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিদাতা হলেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার, সহ-সভাপতি সাইফুর রহিম শাহীন,হুমায়ুন কবির জুশান, সাধারণ সম্পাদক রতন কান্তি দে,যুগ্ন সাধারণ সম্পাদক আমানুল হক বাবুল,অর্থ সুলতান মাহমুদ চৌধুরী,সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কাজী হুমায়ুন কবির বাচ্চু, দপ্তর সম্পাদক মাহমুদুল হক বাবুল,কার্যনির্বাহী সদস্য,ফারুক আহমেদ, হানিফ আজাদ,নুর মোহাম্মদ সিকদার,ওবাইদুল হক চৌধুরী আবুসহ অত্র ক্লাবের সকল সদস্যবৃন্দরা।
শোকবানীতে উখিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, রফিক উদ্দিন বাবুল প্রান্তিক জনপথে চল্লিশ বছরের অধিক সময় সাংবাদিক পেশায় নিয়োজিত থেকে মৃত্যুর আগপর্যন্ত দায়িত্ব পালন করেছেন। উখিয়া প্রেসক্লাব প্রতিষ্ঠাকল্পেও তার অবদান অনস্বীকার্য। উখিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ এক শোক বানীতে মরহুম রফিক উদ্দিন বাবুলের আত্মার মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

রবিবার (৩০ অক্টোবর ) সকাল ০৮ টা ৪৫ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭২ বছর।

বাদে আসর উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে তার জানাজার নামাজ সম্পন্ন হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।