৭ জুলাই, ২০২৫ | ২৩ আষাঢ়, ১৪৩২ | ১১ মহর্‌রম, ১৪৪৭


শিরোনাম
  ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন   ●  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নির্বাচন সম্পন্ন   ●  যুক্তরাষ্ট্রের জুরি বোর্ডের সদস্য হলেন চৌধুরী কন্যা স্বর্ণা   ●  ভিজিএফ চালের অনিয়ম’ নিয়ে সংবাদ – চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা   ●  শিক্ষার ফেরিওয়ালা মরহুম জালাল আহমদ চৌধুরীর ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ   ●  বিয়ের তিন মাসেই সড়কে প্রাণ গেল হলদিয়ার জুনাইদের   ●  চুনোপুঁটি ধরলেও অধরা রাঘববোয়ালরা   ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা

বর্তমান সরকার প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করছেন : মিসেস রিজিয়া রেজা চৌধুরী

চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য, আল্লামা ফজলুল্লাহ্ ফাউন্ডেশনের চেয়ারম্যান, বাংলাদেশfb_img_1480334202967 ইসলামিক ফাউন্ডেশনের গভর্ণর, প্রখ্যাত আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী এমপির সহধর্মীনি, আল্লামা ফজলুল্লাহ্ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, সাতকানিয়া লোহাগাড়া নারী উন্নয়নের ফোরামের সভানেত্রী, লোহাগাড়া সামাজিক ব্যাধি প্রতিরোধ ফোরামের সভাপতি বিশিষ্ট নারী নেত্রী ও সমাজ সেবী মিসেস রিজিয়া রেজা চৌধুরী বলেছেন। বর্তমান সরকার প্রতিবন্ধীবান্ধব সরকার। প্রধান মন্ত্রী দেশরতœ শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। প্রতিবন্ধীদের কল্যাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেন, আগের মত নারীরা এখন পিছিয়ে নেই। নারীরা এখন অনেক উন্নত। ছেলে-মেয়েদেরকে শিক্ষিত করার ক্ষেত্রে নারীরা অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। গত ২৭ নভেম্বর উপজেলা সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক আয়োজিত উপজেলা পাবলিক হলে দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পূর্ণবাসন কার্যক্রমের আওতায় প্রতিবন্ধীদের উপকার ভোগী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো তুলে ধরেন। লোহাগাড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আবছারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক বন্দনা দাশ, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্জাহান পিপিএম (বার), জাতীয় সমাজ কল্যাণ পরিষদের নির্বাহী সদস্য ও লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা সমাজকর্মী আরমান বাবু রুমেল। উপজেলা সমাজ সেবা অফিসার অভিজিৎ সাহার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সাংবাদিক মোঃ জামাল উদ্দিন, দৈনিক প্রথম আলো লোহাগাড়া প্রতিনিধি অধ্যাপক পুষ্পেন চৌধুরী। সভায় আরো উপস্থিত ছিলেন চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদীন জনু কোম্পানী, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী, চরম্বা ইউপি চেয়ারম্যান মাষ্টার শফিকুর রহমান, আমিরাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী, সুফী ফতেহ আলী ওয়াইসী মাদ্রাসার অধ্যক্ষ বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা এম সোলাইমান কাশেমী, উপজেলা যুবলীগ নেতা ও কলাউজান ইউপি সদস্য সালাহ্ উদ্দিন সিকদার, আওয়ামীলীগ নেতা আবদুল জব্বার, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক ও লোহাগাড়া সামাজিক ব্যাধি প্রতিরোধ ফোরামের প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান মিজান, চরম্বা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা আছহাব উদ্দিন, লোহাগাড়া নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মিসেস কহিনুর আক্তার, লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের পরিচালক রাশেদুল হক, চরম্বা ইউপি মেম্বার মোহাম্মদ ছৈয়দ হোসেন, পদুয়া ইউপি সদস্য কাউছার উদ্দিন, উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার সুরিত কান্তি পাল, মো: কামাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান শেষে স্থানীয় সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী এমপি’র পক্ষ থেকে শীতবস্ত্র ও খাবার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করে সফলতা অর্জন করায় সমাজ কর্মী আরমান বাবু রুমেলকে এবং সফল প্রতিবন্ধী হিসাবে নুরল আবছারকে সমাজ সেবা অধিদপ্তরের পক্ষ থেকে সম্মাননা স্বরূপ ক্রেষ্ট প্রদান করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।