২২ আগস্ট, ২০২৫ | ৭ ভাদ্র, ১৪৩২ | ২৭ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

বন্যা দুর্গত এলাকায় শহর জামায়াতের রিলিফ ও ইফতার সামগ্রী বিতরন

IMG

বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার শহরের উদ্দ্যেগে কক্সবাজারের বিভিন্ন বন্যা দুর্গত এলাকায় রিলিফ ও ইফতার সামগ্রী বিতরন করা হয়। ২৬ জুন শুক্রবার কক্সবাজার শহর জামায়াতে আমীর অধ্যাপক আবু তাহের চৌধুরীর নেতৃত্বে মহুরীপাড়া, কলেজ গেইট, চান্দেরপাড়া, উপজেলাসহ শহরের বিভিন্ন এলাকায় শতাধিক পরিবারের কাছে এসব সামগ্রী বিতরন করা হয়। এ সময় অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলার ভাইস চেয়ারম্যান শহীদুল আলম বাহাদুর, ছাত্রশিবির শহর সভাপতি জাহাঙ্গির আলম, পলিটেকনিক শিবির সভাপতি রিদওয়ান মাহমুদ, বিশিষ্ট সমাজসেবক ও ব্যাবসায়ী মোহাম্মদ আবদুল্লাহ, শিবির নেতা আইয়ুব আনসারী, মোঃ ইমরান, সাবেক ছাত্রনেতা শাহাবুল হুদা প্রমূখ।

নেতৃবৃন্দ এসময় বিগত কয়েক দিনে অতিবৃষ্টিতে কক্সবাজারের যেসব এলাকা প্লাবিত হয়েছে, সেসব এলাকায় জরুরী ভিক্তিতে সরকারী সাহায্য ও খাদ্য সমগ্রী বিতরনের দাবী জানান। এবং বেসরকারী সংস্থাসহ বিত্তশালী মানুষদের বন্যা দুর্গত এলাকা সমূহে জরুরী সাহায্য প্রদানের মাধ্যমে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়াবার আহবান জানান। তারা বলেন, বাংলাদেশসহ বিশ্বের যেখানেই প্রাকৃতিক দুর্যোগের কারনে মানবিক বিপর্যয় ঘটেছে, সেখানেই বাংলাদেশ জামায়াতে ইসলামী সাধ্যমত মানবিক সাহায্য নিয়ে তাদের পাশে দাড়াবার চেষ্টা করেছে। তেমনি ভাবে কক্সবাজারেও শহর জামায়াতের উদ্দ্যেগে পবিত্র রমজানের শুরু থেকে ইফতার সামগ্রী বিতরনসহ বর্তমান বন্যা দুর্গত এলাকায় রিলিফ কার্যক্রম শুরু করেছে। পর্যায়ক্রমে সকল বন্যা দুর্গত এলাকায় জামায়াতের উক্ত মানবিক সাহায্য কর্মসূচি অবহ্যত থাকবে বলে নেতৃবৃন্দ উল্লেখ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।