৩ মে, ২০২৫ | ২০ বৈশাখ, ১৪৩২ | ৪ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন

বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০০ সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সহায়তা দিয়েছে ব্র্যাক

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারে সম্প্রতি আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের ২৫০০ জন সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সহায়তা দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। জেলার উখিয়ার জালিয়াপালং, পালংখালী, রাজাপালং, রত্নাপালং, হলদিয়াপালং এবং টেকনাফের হোয়াইক্যং, হ্নীলা, বাহারছড়া, টেকনাফ সদর, সাবরাং ইউনিয়ন সমূহে এই সহায়তা দেওয়া হয়। ৫০০ পরিবারের মধ্যে উখিয়ায় ২৩৫ টি এবং টেকনাফের ২৬৫ টি পরিবার অন্তর্ভুক্ত।

জাতিসংঘের প্রকল্প সহায়তা কার্যালয় (UNOPS) এর মাধ্যমে ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভলপমেন্ট অফিস (এফসিডিও-FCDO) এর অর্থায়নে ব্র্যাকের মানবিক সহায়তা কর্মসূচি (এইচসিএমপি) গত ১৪ আগস্ট বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে এই সহায়তা প্রদান করে। সহায়তা হিসেবে যেসব উপকরণ দেওয়া হয়েছে, সেগুলি হলো: ৫০০ টি করে মগ, তরকারির বাটি, চামচ, ভাতের বাটি, সোলার ল্যাম্প,পাটের ব্যাগ ও ৫০০ জোড়া জুতো। এছাড়া ৩০০০ টি সাবান, ১০০০টি পানির গ্লাস ও ভাতের প্লেট বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন দুর্যোগ ঝুঁকি হ্রাস- সেক্টর স্পেশালিস্ট শুভ কুমার সাহা সহ ব্র্যাক এর মাঠ পর্যায়ের কর্মী ও স্থানীয় নেতৃবৃন্দ।

সহায়তা নিতে আসা টেকনাফ এর সাবরাং ইউনিয়নের শাহ্ পরীর দ্বীপের বাসিন্দা রোজিনা আক্তার(৩৮)তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, এবারের হঠাৎ বন্যায় আমরা বেশ ক্ষতিগ্রস্ত হই। বন্যার পানিতে ঘর-বাড়ি ডুবে যাওয়ার কারণে জীবন-জীবিকা দুর্বিষহ হয়ে উঠে। এমনি এক কঠিন সময়ে ব্র্যাক এই উপকরণগুলি দিয়ে আমাদের অনেক উপকার করেছে। এতে আমরা অনেক আনন্দিত।

এই প্রসঙ্গে ব্র্যাক এইচসিএমপি-এর এরিয়া ডিরেক্টর হাসিনা আখতার হক বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে ব্র্যাক সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে। যা এখনও অব্যাহত আছে। এবার ভারী বৃষ্টির ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এরকম প্রাকৃতিক দুর্যোগে সরকারের পাশাপাশি ব্র্যাকের মাঠ পর্যায়ের কর্মীরাও ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছেন এবং বিভিন্ন ধরণের সহায়তা দিয়ে যাচ্ছেন। এভাবে সরকার ও বেসরকারি উন্নয়ন সংস্থাসহ সবার সম্মিলিত প্রচেষ্টায় প্রাকৃতিক দুর্যোগকে আমরা সফলভাবে মোকাবেলা করতে সক্ষম হবো।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।