২৩ সেপ্টেম্বর, ২০২৫ | ৮ আশ্বিন, ১৪৩২ | ৩০ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

বঞ্চিত মানুষের বঞ্চনা দূর করতে কাজ করবে সমুদ্রধারা : উপমন্ত্রী জয়

samudra-dhara_1 স্বতন্ত্র বৈশিষ্ট্য ধারণ করে নতুনভাবে পথচলা শুরু করা পত্রিকার শহর কক্সবাজারে সেই স্বনামধন্য পত্রিকা দৈনিক সমুদ্রধারার অফিস উদ্বোধন করেছেন বাংলাদেশ সরকারের ক্রীড়া ও যুব মন্ত্রণালয়ের উপমন্ত্রী আরিফ খান জয়।  মঙ্গলবার সন্ধ্যা ৭টায় হোটেল আল-হেরাস্থ অফিসটি উদ্বোধন করেন তিনি।
এসময় আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী আরিফ খান জয় বলেন, ‘বঞ্চিত মানুষের দৈনিক’ শ্লোগান ধারণ করে এগিয়ে চলা দৈনিক সমুদ্রধারার প্রথম লক্ষ্য হতে হবে বঞ্চিত মানুষের বঞ্চনা দূর করা। এর জন্য সব ধরণের চেষ্টাই থাকতে হবে।’
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্রীড়া অঙ্গনসহ কক্সবাজারের অভূতপূর্ব উন্নয়ন করছেন। এই উন্নয়ন যাত্রা এখনো অব্যাহত রয়েছে। কক্সবাজারে উন্নয়নের সরকারের অগ্রযাত্রার সাথে সমুদ্রধারাকে অবশ্যই শামিল হতে হবে। সরকারের উন্নয়নের খবর অত্যন্ত নিষ্ঠার সাথে প্রচার করতে হবে।’ এসময় সকল বাধা ডিঙিয়ে সমুদ্রধারা এক নিশ্চিত গন্তব্যে পৌঁছে যাবে বলে প্রত্যাশা করেন উপমন্ত্রী। আগামীতে কক্সবাজারে আসলেই সমুদ্রধারা অফিস পরিদর্শনের আসার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এর আগে উপমন্ত্রীকে শুভেচ্ছা জানান দৈনিক সমুদ্রধারার প্রকাশক ও সম্পাদক কামাল উদ্দীন রহমান পেয়ারো।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সমুদ্রধারার ভারপ্রাপ্ত সম্পাদক মো: সরওয়ার আলম বলেন, মাননীয় মন্ত্রীর প্রত্যাশাকে সামনে রেখে সমুদ্রধারা সব কিছুর আগে বঞ্চিত মানুষের জন্যই কাজ করে যাবে। এই জন্য আমরা সরকারের সহযোগিতা কামনা করছি। সরকার কক্সবাজারের অভূত উন্নয়ন করেছেন। এই উন্নয়ন যাত্রা অব্যাহত রাখতে তিনি আহ্বান জানান।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক সৈকতের নির্বাহী সম্পাদক ও বার্তা প্রধান এবং কক্সবাজারের সাংবাদিক নেতা আনছার হোসেন। অনুষ্ঠানে উপমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া ব্যক্তিত্ব কক্সবাজারের কৃতি সন্তান বিজন বড়–য়া।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার টাইমস্’র নির্বাহী সম্পাদক ইসলাম মাহমুদ, ব্যবস্থাপনা সম্পাদক মনজুর আলম, আরটিভির জেলা প্রতিনিধি (উত্তর) ও দৈনিক সমুদ্রধারার নিজস্ব প্রতিবেদক মোঃ জসিম উদ্দিন, দৈনিক আজকের দেশবিদেশের নিজস্ব প্রতিবেদক, আব্দুল আলীম নোবেল, দৈনিক বাকঁখালী ও দৈনিক ভোরের পাতার জেলা প্রতিনিধি মোহাম্মদ শফিক, দৈনিক সমুদ্রকন্ঠ ও এশিয়ান টিভির প্রতিনিধি এস এম আরোজ ফারুক, দৈনিক সমুদ্রকন্ঠ’র মহি উদ্দিন মাহী, কক্সবাজার টাইমস্’এর সহকারী সম্পাদক (আইটি) মোঃ মনছুর আলম প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।