৩০ আগস্ট, ২০২৫ | ১৫ ভাদ্র, ১৪৩২ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টে বাইশারী সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

টানা তিনটি বছর নাইক্ষ্যংছড়ি উপজেলায় অনুষ্ঠিত ক্ষুদে ফুটবলার গড়ে উঠার একমাত্র অবলম্বন বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টে রাজত্ব করে যাচ্ছে রাবার শিল্প নগরী হিসেবে ব্যাপক পরিচিত সম্ভাবনাময়ী বাইশারী ইউনিয়ন। তারই ধারাবাহিকতা ধরে রেখে ২৪ মে (বুধবার) নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের’১৭ ফাইনালে দক্ষিন ঘুমধুম সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ০-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাইশারী সরকারী প্রাথমিক বিদ্যালয়। অন্যদিকে বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনালে দৌছড়ি ইউনিয়নের লেমুছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মহিলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের আশারতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মহিলা দল।
বাইশারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোছাইন বলেন, ছেলেদের নিয়মিত প্রশিক্ষন, সহকারী শিক্ষক হাবিবুর রহমান মানিক ও বেলাল উদ্দিনের অক্লান্ত পরিশ্রম, পাশাপাশি অন্যান্য শিক্ষকদের সহযোগীতায় শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছি এবং ক্রমান্বয়ে ধাপে ধাপে জাতীয় পর্যায়ে খেলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ জন্য তিনি বাইশারীবাসীর সহযোগীতা কামনা করেন।
এছাড়া বিগত সময়ে ফুটবলের উর্ভর ভূমি বাইশারী ইউনিয়নের আলী মিয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মহিলা ফুটবল দল ২০১২ সাল হতে ২০১৬ সাল পর্যন্ত এক টানা উপজেলা চ্যাম্পিয়ন, ২০১৩ সালে বিভাগী পর্যায়ে গ্রুপ পর্ব, ২০১৫ সালে বিভাগীয় পর্যায়ে রানার্সআপ এবং সর্বশেষ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উক্যঞাইন চাক রবিনের দক্ষ পরিচালনায় সহকারী শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে ২০১৬ সালে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের জাতীয় পর্যায়ে ঢাকার বঙ্গবন্ধু ষ্টেডিয়ামের সবুজ মাঠে খেলার গৌরব অর্জন করে।
টূর্নামেন্টের ফাইনালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সরওয়ার কামাল, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু আহমেদ সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।