১১ সেপ্টেম্বর, ২০২৫ | ২৭ ভাদ্র, ১৪৩২ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ স্বীকৃতি পাওয়ায় কক্সবাজারে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য আনন্দ আয়োজন

এম.এ আজিজ রাসেলঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের অগ্নিঝরা ভাষণ জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় দেশব্যাপী আনুষ্ঠানিকভাবে আনন্দ আয়োজন অনুষ্ঠিত হবে। সারা দেশের ন্যায় পর্যটন নগরী কক্সবাজারেও আগামী ২৫ নভেম্বর আনন্দ আয়োজন উদযাপিত হবে। তাই এই আয়োজনের সার্বিক প্রস্তুতি নিয়ে ১৫ নভেম্বর বিকালে প্রধানমন্ত্রী কার্যালয়ের সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত হন কক্সবাজার প্রশাসন। জেলা প্রশাসক মোঃ আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে সার্বিক দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার। তিনি বলেন, জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি পাওয়া বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের। তাই দেশের শ্রেষ্ঠ এই অর্জন স্মরণীয় করে রাখতে দেশব্যাপী আনন্দ উৎসব পালিত হবে। এই উৎসবে শিক্ষার্থীসহ দেশের সকল মানুষের সম্মিলন ঘটবে। তিনি দেশের সকল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও ইউএনওসহ সংশ্লিষ্ঠ সকলকে আনন্দ আয়োজন উদযাপনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দেন। ভিডিও কনফারেন্স শেষে জেলা প্রশাসক মোঃ আলী হোসেন জানান, বঙ্গবন্ধু দেশ ও জাতির অহংকার। তিনি আমাদের যেমন স্বাধীনতা এনে দিয়েছেন, সেই সাথে এনে দিয়েছেন সম্মান ও গৌরব। বর্তমানে বঙ্গবন্ধুর সুযোগ্য তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নে বিশ্বে রোল মডেল হিসেবে স্থান করে নিয়েছে। পুরো বিশ্ব আজ বাংলাদেশের অগ্রযাত্রা দেখে অবাক। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় বাংলাদেশ ও দেশের মানুষের সম্মান আরো বেড়ে গেছে। তাই মহা অর্জন উপলক্ষে আগামী ২৫ নভেম্বর বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। শোভাযাত্রার সৌন্দর্য বাড়াতে রঙ-বেরঙের ফেস্টুন, প্লেকার্ড, ঘোড়ার গাড়ি, হাতি ও দেশীয় সংস্কৃতির নানা দিক তুলে ধরা হবে। এছাড়া ওইদিন শিক্ষার্থীদের নিয়ে রচনা প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন থাকবে। ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন, কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম ফজুলল করিম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা, এডিএম খালেদ মাহমুদ ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের কমান্ডার মোঃ শাহজাহানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।