৩ মে, ২০২৫ | ২০ বৈশাখ, ১৪৩২ | ৪ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন

ফুলেল শুভেচ্ছা ও জনতার ভালবাসায় সিক্ত হয়ে ফিরলেন এমপি বদি ও জুনিয়র বদি

teknaf-pic-a-24-11-2016
দূদকের দায়ের করা মামলায় ১৮দিন কারাভোগের পর জামিন পেয়ে নির্বাচনী এলাকায় ফিরে জনতা ও দলীয় নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছা,ভালবাসায় সিক্ত হলেন এমপি আব্দুর রহমান বদি এবং তনয় শাওন।
জানা যায়-২৪নভেম্বর সকাল হতে শুভাকাংখী,দলীয় নেতা-কর্মী,জনপ্রতিনিধিরা মোটর সাইকেল এবং মাইক্রো-নোহার বহর নিয়ে এমপি আব্দুর রহমান বদিকে বরণ করার জন্য কক্সবাজার বিমান বন্দরে গমন করেন। দুপুরে বিমান হতে অবতরণ করলে জেলা আওয়ামী লীগসহ নেতা-কর্মীরা ফুলের মালা দিয়ে বরণ করেন নেন। সংক্ষিপ্ত এক পথসভায় বক্তব্য রাখার পর তিনি বহর নিয়ে টেকনাফের উদ্দেশ্যে গমন করেন। খোলা গাড়ির বুকে দাড়িয়ে এমপি আব্দুর রহমান বদি ও তনয় আব্দুল্লাহ আরমান শাওন প্রধান সড়কে দাড়ানো হাজার হাজার জনসাধারণকে হাত নেড়ে অভিবাদন জানান। পথিমধ্যে শত শত তোরণে হাজার হাজার দলীয় নেতা-কর্মী,শুভাকাংখী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা ফুলের তোড়া নিয়ে বরণ করে নেন। টেকনাফ পৌঁছতে তিনি মরিচ্যা বাজার, কোটবাজার,উখিয়া,হ্নীলা বাসষ্টেশন ও টেকনাফ পৌর এলাকায় পথসভায় বক্তব্য রাখেন। এসব পথসভায় তিনি বলেন জনতার ভালবাসায় ঋণী হওয়ার পাশাপাশি অনুপস্থিতিতে সমালোচনার জবাব দেন। এরপর তিনি জনতার উদ্দেশ্যে বলেন আমি আপনাদের ভালবাসায় বেঁচে আছি,এখনো রয়েছি এবং আগামীতেও আপনাদের ভালবাসা নিয়ে বেঁচে থাকতে চাই। আমার শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আপনাদের ভালবাসার ঋণ;শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে শোধ করার চেষ্টায় রয়েছি। আপনারা আমার সাথী হিসেবে থাকলে আমি সেই লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবো ইনশল্লাহ। ##

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।