৭ জুলাই, ২০২৫ | ২৩ আষাঢ়, ১৪৩২ | ১১ মহর্‌রম, ১৪৪৭


শিরোনাম
  ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন   ●  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নির্বাচন সম্পন্ন   ●  যুক্তরাষ্ট্রের জুরি বোর্ডের সদস্য হলেন চৌধুরী কন্যা স্বর্ণা   ●  ভিজিএফ চালের অনিয়ম’ নিয়ে সংবাদ – চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা   ●  শিক্ষার ফেরিওয়ালা মরহুম জালাল আহমদ চৌধুরীর ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ   ●  বিয়ের তিন মাসেই সড়কে প্রাণ গেল হলদিয়ার জুনাইদের   ●  চুনোপুঁটি ধরলেও অধরা রাঘববোয়ালরা   ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা

ফুলেল শুভেচ্ছা ও জনতার ভালবাসায় সিক্ত হয়ে ফিরলেন এমপি বদি ও জুনিয়র বদি

teknaf-pic-a-24-11-2016
দূদকের দায়ের করা মামলায় ১৮দিন কারাভোগের পর জামিন পেয়ে নির্বাচনী এলাকায় ফিরে জনতা ও দলীয় নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছা,ভালবাসায় সিক্ত হলেন এমপি আব্দুর রহমান বদি এবং তনয় শাওন।
জানা যায়-২৪নভেম্বর সকাল হতে শুভাকাংখী,দলীয় নেতা-কর্মী,জনপ্রতিনিধিরা মোটর সাইকেল এবং মাইক্রো-নোহার বহর নিয়ে এমপি আব্দুর রহমান বদিকে বরণ করার জন্য কক্সবাজার বিমান বন্দরে গমন করেন। দুপুরে বিমান হতে অবতরণ করলে জেলা আওয়ামী লীগসহ নেতা-কর্মীরা ফুলের মালা দিয়ে বরণ করেন নেন। সংক্ষিপ্ত এক পথসভায় বক্তব্য রাখার পর তিনি বহর নিয়ে টেকনাফের উদ্দেশ্যে গমন করেন। খোলা গাড়ির বুকে দাড়িয়ে এমপি আব্দুর রহমান বদি ও তনয় আব্দুল্লাহ আরমান শাওন প্রধান সড়কে দাড়ানো হাজার হাজার জনসাধারণকে হাত নেড়ে অভিবাদন জানান। পথিমধ্যে শত শত তোরণে হাজার হাজার দলীয় নেতা-কর্মী,শুভাকাংখী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা ফুলের তোড়া নিয়ে বরণ করে নেন। টেকনাফ পৌঁছতে তিনি মরিচ্যা বাজার, কোটবাজার,উখিয়া,হ্নীলা বাসষ্টেশন ও টেকনাফ পৌর এলাকায় পথসভায় বক্তব্য রাখেন। এসব পথসভায় তিনি বলেন জনতার ভালবাসায় ঋণী হওয়ার পাশাপাশি অনুপস্থিতিতে সমালোচনার জবাব দেন। এরপর তিনি জনতার উদ্দেশ্যে বলেন আমি আপনাদের ভালবাসায় বেঁচে আছি,এখনো রয়েছি এবং আগামীতেও আপনাদের ভালবাসা নিয়ে বেঁচে থাকতে চাই। আমার শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আপনাদের ভালবাসার ঋণ;শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে শোধ করার চেষ্টায় রয়েছি। আপনারা আমার সাথী হিসেবে থাকলে আমি সেই লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবো ইনশল্লাহ। ##

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।