৪ সেপ্টেম্বর, ২০২৫ | ২০ ভাদ্র, ১৪৩২ | ১১ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!

প্রিয় উখিয়াবাসী আতঙ্কিত হবেন না, ভয় পাবেন না

এস.ডি রায়হানঃ করোনাভাইরাস মহামারী আকার ধারণ করায় আতঙ্কে রয়েছে বিশ্ববাসী৷ আতঙ্কে রয়েছে বাংলাদেশের মানুষও। যদিও বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশ নিয়ন্ত্রণের মধ্যে রেয়েছে৷ সরকার ইতিমধ্যে সারাদেশের সাথে যান চলাচল বন্ধ ঘোষণা করেছে৷ লকডাউন করেছে দেশের প্রত্যেকটি উপজেলা। তারমধ্যে উখিয়া উপজেলা অন্যতম। উখিয়া উপজেলায় রয়েছে ১২ লাখেরো বেশি রোহিঙ্গা, সবমিলিয়ে আতঙ্কে বেশি উখিয়ার মানুষ। উখিয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সবাইকে ঘরে রাখতে মাঠে রয়েছে উপজেলা প্রশাসনের আওতায় সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি। মাঠে রয়েছে জনপ্রতিনিধিরাও৷

সরকারের পক্ষথেকে উখিয়া উপজেলার হতদরিদ্রদের জন্য ত্রাণসামগ্রী এসেছে। উখিয়া উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার নিকারুজ্জামান চৌধুরী সমন্বয় করে উপজেলার ৫ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে ত্রাণ সামগ্রী হস্তান্তর করেছে। এবং এলাকার হতদরিদ্র চিহ্নিত করে তাদের এসব ত্রাণসামগ্রী প্রদান করার নির্দেশও দেওয়া হয়৷ যা ইতিমধ্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা বিতরণ শুরু করেছে৷

উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী বলেন, বর্তমান আমি অসুস্থতার কারণে চট্টগ্রাম অবস্থান করছি৷ আমি চ্ট্টগ্রাম থাকলেও আমার মন উখিয়ায় পড়ে আছে, প্রতিমুহূর্তে সবার সাথে আমার যোগাযোগ রয়েছে। উপজেলা পরিষদের আওতাধীন ৫ চেয়ারম্যান ও পরিষদের মেম্বারদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ অব্যাহত রয়েছে৷ করোনা মোকাবেলায় সবাইকে সজাগ থাকার আহবান জানিয়েছি৷ ত্রাণ সামগ্রী বিতরণের ক্ষেত্রে হতদরিদ্রদের প্রাধান্য দেওয়ার জন্য বলেছি৷

তিনি বলেন, উপজেলায় বহু পরিবার আছে যারা দিনে আনে দিনে খায় এমন দুর্যোগময় মুহুর্তে উপজেলা আওয়ামিলীগের সর্বস্তরের নেতাকর্মীদের তাদের পাশে থাকার জন্য বলেছি৷ আমি আশা করছি আঃলীগের নেতাকর্মীরা অতীতের মতো মানুষের পাশে থাকবে৷ প্রিয় উখিয়াবাসী আপনারা আতঙ্কিত হবেন না, ভয় পাবেন না, আমরা আপনাদের সাথে রয়েছি। মহান আল্লাহকে স্বরণ করুন নিশ্চয় তিনি আমাদের পাশে রয়েছে৷ সবাই সৃষ্টিকর্তাকে স্বরণ করুন৷

এ ছাড়াও তিনি উপজেলাবাসীকে ঘরে থাকার জন্য অনুরোধ করেছেন৷ বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে না যাওয়া, এবং সামাজিক দূরত্ব বজায় রাখারও আহবান জানান।

সাংবাদিক বন্ধুদের সজাগ থেকে তথ্য নির্ভর সংবাদ পরিবেশন করার আহবান জানান এবং করোনা মোকাবেলায় উখিয়ার সাংবাদিকরা দিনরাত পরিশ্রম করে সরকারকে যেভাবে সহযোগীতা করছে তার প্রসংশাও করেছেন অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী।

করোনাভাইরাস নিয়ে সাধারণ কেউ যাতে বিভ্রান্ত না ছড়ায় সে ব্যাপারেও সবাইকে অবগত থাকার জন্য বলেন। যদি এমন কঠিন সময়ে কেউ গুজব বা বিভ্রান্ত ছড়ায় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।