২২ অক্টোবর, ২০২৫ | ৬ কার্তিক, ১৪৩২ | ২৯ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

প্রবাসীরা বাংলাদেশের গোল্ডেন বয়

প্রবাসীদেরকে বাংলাদেশের ‘গোল্ডেন বয়’ হিসেবে আখ্যা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। তিনি বলেন, এই গোল্ডেন বয়’দের পাঠানো রেমিট্যান্সে দেশের অর্থনীতির চাকা সচল হয়।
রাজধানী কুয়ালালামপুরের ভারডান্ট হিল হোটেলে মালয়েশিয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সর্বদা প্রবাসীদের কল্যাণে কাজ করে যাচ্ছে’ জানিয়ে মন্ত্রী বলেন, প্রবাসীদের কল্যাণে চালু হওয়া প্রবাসী ব্যাংক বিদেশগমনেচ্ছুদের বিনা জামানতে লোন দিচ্ছে। যাতে বিদেশ গমন সহজ হয়।
এছাড়া প্রবাসীদের সন্তানরা যাতে স্বল্প খরচে লেখাপড়া করতে পারে সে ব্যবস্থাও করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রামে স্বল্প খরচে বাড়ি নির্মাণের জন্য প্লটের ব্যবস্থা করা হচ্ছে।
‘বিমানবন্দরে প্রবাসীরা অযথা হয়রানির স্বীকার হচ্ছেন বিষয়ে অবগত করা হলে মন্ত্রী বলেন, আপনাদের সাহায্যে এখন থেকে বিমানবন্দরে ইউনিফরম পরিহিত টিম থাকবে। আপনাদের যেকোন সমস্যার কথা তাদেরকে বলবেন। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। আর যদি তা না পারেন তাহলে আপনার অভিযোগগুলো লিখে একটি খামে ভরে আমার অফিসে পাঠিয়ে দিবেন আমি ব্যবস্থা নেব।
মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন মুকুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন সায়েদুল ইসলাম।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ মালয়েশিয়া শাখার সাবেক আহ্বায়ক ও বর্তমান প্রধান উপদেষ্টা সোহরাওয়ার্দী হোসেন সারোয়ার। আরও বক্তব্য রাখেন শ্রমিক লীগ মালয়েশিয়া শাখার সভাপতি নাজমুল ইসলাম বাবুল, সহ-সভাপতি শাহ আলম হাওলাদার, ছাত্রলীগ নেতা মো. রাসেল সিকদার।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ মালয়েশিয়া শাখার সহসভাপতি আব্দুল করিম, কাইয়ুম সরকার, দাতু আবুল কালাম, দাতু আক্তার হোসেন, মো. মনির মিয়া, মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না, হাজী মতিউর রহমান, যুবলীগের আহ্বায়ক তাজকির আহমেদ, যুগ্ম আহ্বায়ক আবু হানিফ, মানসুর আল বাশার সোহেল, ছাত্রলীগ নেতা শরিফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে মন্ত্রীকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে সন্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি গত ৩০ জুন থেকে পারিবারিক সফরে মালয়েশিয়ায় অবস্থান করছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।