২৫ আগস্ট, ২০২৫ | ১০ ভাদ্র, ১৪৩২ | ১ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

প্রবাসীদের মরদেহ দেশে আনতে বাজেটে বরাদ্দ দাবি

coffin-m20161026001330
বিদেশে মারা যাওয়া বাংলাদেশিদের মরদেহ সরকারি খরচে দেশে আনতে বাজেটে বরাদ্দ চেয়েছেন প্রবাসীরা। প্রবাসীদের এমন দাবির প্রেক্ষিতে বিষয়টি ভেবে দেখবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। মঙ্গলবার সচিবালয়ে সদ্যসমাপ্ত বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে যোগ দিতে বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসীরা অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেন। এ সময় তারা এ দাবি করেন।

এ সময় জাতিসংঘে বাংলাদেশের প্রাক্তন স্থায়ী প্রতিনিধি ড. এম এ মোমেন, ইউরোপীয় আওয়ামী লীগের সভাপতি অনিল দাসগুপ্ত, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সহ-সভাপতি আলহাজ এম.এ. রহিম, সাধারণ সম্পাদক সৈয়দ ফায়জুর রহমান ফারুক, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি মুসলিম উদ্দিন খান লিটন, বেলজিয়াম আওয়ামী লীগ সভাপতি বজলুল রশীদ বুলু, সুইডেন আওয়ামী লীগের সহ-সভাপতি আতোয়ার রহমান, প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রবাসীরা বিদেশে মারা যাওয়া বাংলাদেশিদের মরদেহ রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় দেশে ফেরত আনাসহ বেশ কয়েকটি দাবি তুলে ধরেন। এগুলো হলো- দ্বৈত নাগরিকত্ব নিশ্চিত করা, যেকোনো নির্বাচনে অংশগ্রহণের অধিকার নিশ্চিত করা, ভোটাধিকার নিশ্চিত করা, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করা, সিলেট বিমানবন্দরে প্রবাসীদের জন্য বিশেষ লাউঞ্জ খোলা এবং বিমানবন্দরে সব ধরনের হয়রানি বন্ধ করা।

এ সময় যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ বলেন, বিদেশে মারা যাওয়া অনেক দরিদ্র শ্রমিকের মরদেহ দেশে আনতে বিভিন্নজনের কাছে সাহায্য চাইতে হয়, চাঁদা তুলতে হয়। অথচ বিদেশে তাদের রক্ত পানি করা টাকায় দেশের অর্থনীতির চাকা গতি পায়।

তিনি বিদেশা মারা যাওয়া প্রবাসী বাংলাদেশিদের মরদেহ সংশ্লিষ্ট দেশের দূতাবাসের মাধ্যমে আনার তাগিদ দিয়ে এই জন্য সব ব্যয় সরকারের তরফ থেকে বহন করার দাবি জানান।

তিনি বলেন, সরকারি খরচে প্রবাসে মারা যাওয়া বাংলাদেশিদের মরদেহ আনার খচর মেটাতে প্রতিবছর বাজেটে অর্থ বরাদ্দ রাখা দরকার।

উল্লেখ, গত ছয় বছরের বিভিন্ন দেশ থেকে প্রায় ১৮ হাজার প্রবাসীর মরদেহ দেশে এসেছে। এর মধ্যে বেশির ভাগের এসেছে মধ্যপ্রাচ্য, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশের কমিউনিটির চাঁদার টাকায়। অথচ এসব প্রবাসী বিদেশে পাড়ি জমানোর আগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কল্যাণ তহবিলে প্রায় ৩০০ কোটি টাকা রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।