১৮ সেপ্টেম্বর, ২০২৫ | ৩ আশ্বিন, ১৪৩২ | ২৫ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা

প্রধান শিক্ষককে উলঙ্গ করে মারধরের হুমকি দিলেন কচ্ছপিয়ার বিতর্কিত নুরুল আমিন!

05.11.16 1রামুর কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজপথে নামিয়ে কথিত প্রতিবাদ সভার আয়োজন করেছে কর্তৃপক্ষ। শনিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় গর্জনিয়া বাজার এলাকায় ওই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কচ্ছপিয়ার সাবেক বিতর্কিত চেয়ারম্যান নুরুল আমিন কোম্পানি বক্তব্য রাখতে গিয়ে এক পর্যায়ে গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএইচএম মনিরুল ইসলাম ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি, গর্জনিয়া ইউপির পাঁচ বারের নির্বাচিত চেয়ারম্যান তৈয়ব উল্লাহ চৌধুরীকে উলঙ্গ করে মারধরের হুমকি দিয়েছেন। এবং তাঁদেরকে কচ্ছপিয়ার মানুষ যেন জুতাপেঠা করে সে আবদারও করে বসেন! এমন বক্তব্যের পর এলাকার সচেতন মহলের মনে সেই নুরুল আমিনের বিষয়ে আরও ঘৃণার সৃষ্টি হয়েছে। তোলপাড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও।
কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয় সূত্র জানায়, অত্র বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র স্থাপনের বিরুদ্ধে গর্জনিয়া উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ ষড়যন্ত্র করছে। এর নিন্দা জানাতে প্রতিবাদ সভা করা হয়েছে। অন্যদিকে গর্জনিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের শিক্ষক প্রতিনিধি সুকুমার বড়–য়া বলেন, ঐতিহ্যবাহী ও প্রাচীন গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র স্থাপন যখন চূড়ান্ত পর্যায়ে, তখনই নুরুল আমিন কোম্পানি অহেতুক অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে। সে শিক্ষা ব্যবস্থাকেই বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে। আর কেন্দ্র স্থাপনের বিষয়ে নিয়ম অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নিবে চট্টগ্রাম মাধ্যমিক শিক্ষা বোর্ড। এটা নিয়ে অন্যজনকে দায়ি করে প্রতিবাদ সভা করলে কিছুই হবে না।
এদিকে প্রতিবাদ সভা শেষ হওয়ার পর ফেসবুকে কচ্ছপিয়ার সংবাদকর্মী জয়নাল আবেদীন টুক্কুর স্ট্যাটাসে মোহাম্মদ করিম কমেন্ট করে লিখেছেন, ‘‘শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি এমন বক্তব্য দেন, তা আজ প্রথম শুনলাম। বাহ ধারুণ বক্তা। শুধু ক্ষমতা বা টাকা থাকলে মানুষ হওয়া যায়না। মানুষ হতে হলে শিক্ষা ও মনুষ্যত্বও লাগে’। কলেজ শিক্ষার্থী মোহাম্মদ ইয়াসিন লিখেছে ‘সভাপতির অযৌক্তিক বক্তব্য’। হোসাইন মোহাম্মদ আনচারী লিখেছেন ‘গালি না দুর্ণীতিও করতে যানে’।
জানতে চাইলে মোহাম্মদ করিম বলেন, নুরুল আমিন কোম্পানি শিশু শিক্ষার্থীদের সামনে নারী ব্যবসা নিয়েও কথা বলেছেন! গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গর্জনিয়ার সাবেক চেয়ারম্যানকে নিয়ে তিনি নানা কুৎসা রটনা করে বক্তব্য রেখেছেন। যা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। এ ঘটনা খুবই দু:খজনক। তা আমরা মেনে নিতে পারছি না। এদিকে নুরুল আমিন কোম্পানিকে অতি দ্রুত সময়ের মধ্যে এমন খারাপ বক্তব্য প্রত্যাহার করে নেওয়ার দাবি জানিয়েছেন গর্জনিয়া ও কচ্ছপিয়া ইউনিয়নের সুশীল সমাজের নেতৃবৃন্দ। অন্যতায় তাঁরা আন্দোলনে যাওয়ার হুমকি দেন।
এ ব্যাপারে বক্তব্য নেওয়ার জন্য অভিযুক্ত নুরুল আমিন কোম্পানির বক্তব্য পাওয়া যায়নি। তিনি মুঠোফোন রিসিভ করেননি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।