১১ মে, ২০২৪ | ২৮ বৈশাখ, ১৪৩১ | ২ জিলকদ, ১৪৪৫


শিরোনাম
  ●  রামুর বিভিন্ন পয়েন্ট দিয়ে পুলিশের সহযোগিতায়  আসছে চোরাই গরু   ●  রামুতে ওসির আশকারায় এসআই আল আমিনের নেতৃত্বে ‘সিভিল টিম’   ●  ড. সজীবের সমর্থনে বারবাকিয়ায় পথসভা   ●  কক্সবাজারে শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট রোবায়েত    ●  উখিয়ায় রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা   ●  বাহারছরা পুলিশের অভিযানে হত্যা চেষ্টা মামলার তিন আসামি গ্রেফতার   ●  নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে কচ্ছপিয়ার নোমান চেয়ারম্যানের হুমকি   ●  কক্সবাজার জেলা বিএনপির সাবেক সদস্য সিরাজুল হক ডালিম’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ   ●  নিরাপদ নুরুল আবছারকেই পছন্দ ভোটারদের   ●  আদালতে তিন মামলারই জবানবন্দি দিলেন অস্ত্র সহ গ্রেফতার সিরাজ

রামুতে তথ্য অফিসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে রিয়াজ উল আলম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সারা বিশ্বে মানবাধিকার নেত্রী হিসেবে স্বীকৃতি লাভ করেছে

সাহেদ কায়সার, (রামু): কক্সবাজার জেলা তথ্য অফিসের উদ্যোগে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ সমূহের ব্রান্ডিং, সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রামু উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলার দু’বারের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম বলেছেন, বর্তমান শেখ হাসিনা সরকার শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, কৃষি, বিদ্যুৎ, যোগাযোগসহ সামগ্রিক ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়নের কারণে দেশ এখন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী সুদক্ষ নেতৃত্বে মায়ানমার সরকারের জাতিগত নিধন, হত্যা, গুম, নির্যাতন থেকে প্রাণে বেঁচে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়েছে। যার কারণে বিশ্বের কাছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবাধিকার নেত্রী হিসেবে স্বীকৃতি পেয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বের কারণে মায়ানমার সরকারের ওপর জাতিগত নিধন বন্ধে চাপ সৃষ্টি হয়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তিনি আরো বলেন, শেখ হাসিনা সরকার দারিদ্র্য বিমোচনে সাফল্য অর্জন করেছে। মুক্তিযোদ্ধা ভাতাসহ বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যাক্তা ভাতা, ভিজিএফ ইত্যাদি নতুন নতুন কর্মসূচি গ্রহণ করেছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ হিসেবে পরিণত হতে চলেছে এবং শেখ হাসিনার সরকার উন্নয়নে আজ বিশ্বে চ্যাম্পিয়ন। তিনি রামুর সাম্প্রদায়িক সম্প্র্রীতি বজায় রেখে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকা-কে ত্বরান্বিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে এবং ৫দিন ব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজাকে সফল ও সার্থক করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা তথ্য অফিসের আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহজাহান আলি। এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মো. নাসির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলী হোসেন কোম্পানী, রামু উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার চেয়ারম্যান নুরুল হক, মুক্তিযোদ্ধা রণধীর বড়–য়া, রমেশ বড়–য়া ও আব্দুল জব্বার। মৎস্যবীদ সুজাদ চৌধুরী, শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম, একাডেমিক সুপারভাইজার মো. তৈয়ব, রামু স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আব্দুল মন্নান, উপজেলা নির্বাচিত শ্রেষ্ঠ ফতেখাঁরকুল চেয়ারম্যান ফরিদুল আলম, গর্জনিয়া চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, জোয়ারিয়ানালা চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স, কাউয়ারখোপ চেয়ারম্যান মোস্তাক আহমদ, রামু প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আমির হোসেন হেলালী, প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক এস মো. হোসেন, কবি ও প্রাবন্ধিক এম সোলতান আহমদ মুনিরী, রামু প্রেস ক্লাব কর্মকর্তা গণমাধ্যমকর্মী খালেদ হোসেন টাপু, আব্দুল্লাহ আল মামুন, সোয়েব সাঈদ, গণমাধ্যমকর্মী ওবাইদুল হক নোমান, আল মাহমুদ ভুট্টো, সাহেদ কায়সার, মাওলানা আবুল মঞ্জুর, আবু বক্কর ছিদ্দিক, আবুল কাশেম, আবুল কাশেম সিকদার, আহমদ সৈয়দ ফরমান, নাছির উদ্দীন, জেলা তথ্য অফিস কর্মকর্তা মকবুল আহমদ প্রমুখ। আলোচনা সভায় রামু প্রেস ক্লাব নেতৃবৃন্দ জেলার শিক্ষাখাতে দু’দুবার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলমকে ফুলেল শুভেচ্ছা জানান।
আলোচনা সভা শেষে জেলা তথ্য অফিসের উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে টেলিভিশন বেতার শিল্পীবৃন্দ অংশগ্রহণ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।