৩ মে, ২০২৪ | ২০ বৈশাখ, ১৪৩১ | ২৩ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  নিরাপদ নুরুল আবছারকেই পছন্দ ভোটারদের   ●  আদালতে তিন মামলারই জবানবন্দি দিলেন অস্ত্র সহ গ্রেফতার সিরাজ   ●  টেকনাফে অপহরণ চক্রের সদস্য অস্ত্রসহ গ্রেফতার   ●  উপজেলা চেয়ারম্যান শফিউল্লাহর প্রার্থীতা বাতিলে হাইকোর্টে রিট   ●  প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ৩০ বছরের পথচলা ও সাফল্য উদযাপন   ●  কক্সবাজার পৌরসভায় ৩ টি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা   ●  কুতুবদিয়ায় সুপারডাইকে বেড়িবাঁধ নির্মাণ ও পারাপারে ফেরী সার্ভিস চালুর দাবী   ●  ‘সবাইকে ভালোর দিকে ছুটতে  হবে, খারাপের দিকে নয়’   ●  বিজয়ী হয়ে অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নজির আহাম্মদ   ●  চকরিয়ায় সাবেক সাংসদের উপস্থিতিতে সাংবাদিকের উপর হামলা

রোহিঙ্গা ইস্যু নিয়ে জেলা প্রশাসনের সাথে ১৪ দলের মতবিনিময়

প্রধানমন্ত্রী মায়ের মমতার ন্যায় নিজের আঁচলে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে

এম.এ আজিজ রাসেলঃ রোহিঙ্গা ইস্যু নিয়ে জেলা প্রশাসনের সাথে মতবিনিময় করেছেন কক্সবাজার সফরত ১৪ দল নেতৃবৃন্দ। ১৬ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ত্রাণ নিয়ে কোন রাজনীতি করা যাবে না। বিচ্ছিন্ন ভাবে ত্রাণ না দিয়ে সব ত্রাণ দিতে হবে জেলা প্রশাসনের মাধ্যমে। মানবিক কারণে প্রধানমন্ত্রী মায়ের মমতার ন্যায় নিজের আঁচলে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। এ জন্য তিনি ১৪ দলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। যা বাস্তবায়নের লক্ষে ১৪ দল নেতৃবৃন্দ সরেজমিন রোহিঙ্গাদের নানা দুর্ভোগ প্রত্যক্ষ করেছে। আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মধ্যে অধিকাংশ শিশু ও মহিলা। অন্তসত্ত্বা মহিলা রয়েছে প্রায় ৭০-৭৫ হাজার। তাই তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিতে উখিয়া-টেকনাফসহ রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় একাধিক মেডিকেল টিম কাজ করছে। আরো ২০টি মেডিকেল টিম পাঠানো হবে। ডায়রিয়া, নিউমোনিয়াসহ নানা রোগ যাতে মহামারি আকারে রূপ নিতে না পারে সেজন্য সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে বিশেষজ্ঞ ডাক্তার। পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া পানি ও স্যানিটেশনের অভাব থাকবে না। রবিবার থেকে ১৪ হাজার শেল্টার নির্মাণ করা হবে। সোমবার থেকে রেডক্রিসেন্ট ও সেনাবাহিনীর মাধ্যমে ৪ হাজার বাড়ি নির্মাণ করা হবে। এছাড়া স্বাস্থ্য, তথ্য সংগ্রহ, খাবারসহ বিভিন্ন দিক তদারকিতে ১৫০টি অফিস নির্মাণ করা হবে রোহিঙ্গা ক্যাম্পে। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খাঁন মেনন, সাম্যবাদি দলের সভাপতি দীলিপ বড়–য়া, তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজভান্ডারী, দুর্যোগ ব্যবস্থা ও ত্রাণ সচিব শাহ্ কামাল, কক্সবাজার-৪ আসনের সাংসদ আব্দুর রহমান বদি, কক্সবাজার-২ আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন, পুলিশ ড.একেএম ইকবাল হোসেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী বক্তব্য রাখেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।