
কক্সবাজার সরকারি মহিলা কলেজ বন্ধুসভার একসভা গত ৪ নভেম্বর বিকালে শহরের কেএফসি রেস্তোরায় অনুষ্টিত হয়েছে।জেলা বন্ধুসভার সভাপতি কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত এসভায় বক্তব্য রাখেন, বন্ধুসভার প্রধান উপদেষ্টা ও প্রথম আলো কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের প্রধান সাংবাদিক আব্দুল কুদ্দুস রানা, বন্ধুসভার সাবেক সভাপতি কবি শামীম আকতার ও মোহাম্মদ মহিউদ্দিন, কেএফসির ব্যবস্থাপক আবুজার গিফারী, অভিভাবক মোহাম্মদ সেলিম, বন্ধুসভার সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল প্রমুখ।
সভায় সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে বন্ধুসভা কক্সবাজার সরকারি মহিলা কলেজ শাখা কমিটি গঠন করা হয়।কমিটি ঘোষণা করেন-কবি শামীম আকতার।
কমিটি : সভাপতি-জেমিনা সাত্তার মুন্নি, সহসভাপতি-সাবরিনা আকতার সুবর্ণা ও শাহারিয়ার আনজুম নাওয়াল সুরাজ, সাধারণ সম্পাদক-রাহিমা আকতার খুশি, যুগ্ম সাধারণ সম্পাদক নাইজিন হুদা প্রমি ও কণিকা আকতার, সাংগঠনিক সম্পাদক-জাবিন বিনতে সেলিম, উপ-সাংগঠনিক সম্পাদক-নাহিন জামান নিবিশা, নারী বিষয়ক সম্পাদক-জাকিয়া ইজমা সাফা, পাঠচক্র সম্পাদক-আনিকা নাওয়ার জাহিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক-তৌহিদা জিন্নাত, যোগাযোগ সম্পাদক-আয়েশা ছিদ্দিকা উর্মি, প্রচার সম্পাদক-নাইজাদা বিন হোসেন তুশি, মানবসম্পদ বিষয়ক সম্পাদক-আকলিমা আকতার, দপ্তর সম্পাদক-সুবাইদা জান্নাত, সাহিত্য সম্পাদক-অর্পা দাশ, পাঠাগার সম্পাদক-ইফতেহার জান্নাত, প্রশিক্ষণ সম্পাদক-নির্জনা বিনতে মান্নান, অর্থ সম্পাদক-আরজিনা আকতার, সমাজকল্যাণ সম্পাদক-তাহমিনা আকতার, পরিবেশ সম্পাদক-মিশকাতুল জান্নাত, ক্রীড়া সম্পাদক-তাজনুভা তানজুম, অনুষ্টান সম্পাদক-আনজুমান্নেসা তাজিন, বিজ্ঞান বিষয়ক সম্পাদক-সারাবান তাহুরা ও দুর্যোগ ও ত্রাণ সম্পাদক-তাজকিয়া জান্নাত।
নতুন কমিটির সদস্যদের কেএফসিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়েছে।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।