২২ জানুয়ারি, ২০২৬ | ৮ মাঘ, ১৪৩২ | ২ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত

প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী গ্রামের তরুণ শিক্ষার্থী আসিফ ইমরান এখন এলাকার গর্ব। সীমিত সুযোগ–সুবিধার মধ্যে থেকেও অদম্য অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সুযোগ পেয়েছেন তিনি।

আসিফ ইমরান হ্নীলা আলফালাহ একাডেমি থেকে মাধ্যমিক শিক্ষা শেষ করেন। বর্তমানে তিনি কক্সবাজার সরকারি কলেজের শিক্ষার্থী। ছোটবেলা থেকেই মেধাবী ও স্বপ্নবাজ এই শিক্ষার্থী পড়াশোনার প্রতি ছিলেন মনোযোগী। প্রত্যন্ত গ্রামের নানা প্রতিবন্ধকতা পেরিয়ে উচ্চশিক্ষার জন্য নিজেকে প্রস্তুত করে তুলেছেন তিনি।

চলতি বছর আসিফ ইমরান ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। একাধিক পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির এই সাফল্য তার মেধা ও নিরলস পরিশ্রমেরই স্বীকৃতি বলে মনে করছেন শিক্ষকরা।

আসিফ ইমরানের বাবা মৌলানা আবদুল মাবুদ ও মা আরেফা বেগম সন্তানের এই অর্জনে আবেগাপ্লুত। তাঁরা বলেন, সীমিত সামর্থ্যের মধ্যেও ছেলের পড়াশোনার ব্যাপারে কখনো ছাড় দেননি। এলাকার শিক্ষক ও স্বজনরাও আসিফের সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন।

ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে আসিফ ইমরান বলেন, তিনি বিসিএস ক্যাডার হয়ে শিক্ষা খাতে কাজ করতে চান। শিক্ষার মাধ্যমে দেশ ও সমাজকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করাই তাঁর স্বপ্ন।
প্রত্যন্ত গ্রামের একজন শিক্ষার্থীর এমন সাফল্য নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য নিঃসন্দেহে অনুপ্রেরণার উদাহরণ হয়ে থাকবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।