২২ আগস্ট, ২০২৫ | ৭ ভাদ্র, ১৪৩২ | ২৭ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

প্রতারণা মামলায় শিক্ষক জেলহাজতে


লামা উপজেলার কুমারিস্থ পাইন্যাঝিরি হাজী মোঃ ইয়াকুব নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইকবাল ফারুক প্রকাশ কাজলকে প্রতারণা মামলায় জেল হাজতে প্রেরণ করেছে আদালত। উপজেলার ডলুছড়ির বাসিন্দা মৃত মোহাম্মদ হোছাইনের ছেলে মোঃ জাকারিয়া আলম বাদী হয়ে তাঁর বিরুদ্ধে লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলাটি করেন।
মামলায় তিনি উল্লেখ করেন, প্রকৃত জমি বিক্রির কথা বলে ভূঁয়া জমি দেখিয়ে অভিযুক্ত শিক্ষক প্রতারণাপূর্বক বিভিন্ন মারফতে ব্যাংকের চেকের মাধ্যমে ৩৮লক্ষ ৯০হাজার টাকা নিয়ে আত্মসাৎ করে। অভিযুক্ত শিক্ষক কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের বুড়িপুকুর গ্রামের বাসিন্দা মোঃ এয়াকুবের ছেলে।
আদালতে দায়েরকৃত মামলার এজাহার সূত্রে জানা যায়, পার্বত্য বান্দরবান লামার ০৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের পাইন্যাঝিরির ১.২৮৬নং ফাঁসিয়াখালী মৌজার আর হোল্ডিং নং- ১৬৭১, ৪৩৩, ৮৩ এর ২৮৬নং ফাইতং মৌজার ২০কিলোমিটার দক্ষিণ-পশ্চিম দিকে স্থিত বাদীর মালিকানাধীন বাগানের খামার ঘর রয়েছে। ওই জমিটি জাকারিয়া আলমকে বিক্রয়ের কথা বলে ভূঁয়া সৃজিত কাগজপত্র প্রদান করলে; প্রকৃত জমির পরিমাপ ওই দলিলপত্রে নেই। প্রধান শিক্ষক বিভিন্ন কৌশলে কোন ধরনের নিশ্চয়তা ছাড়া প্রায় সময় জায়গাটি সঠিকভাবে কাগজপত্রে উপস্থাপনের কথা বলে বেশ’কয়েক দফায় চেকের মাধ্যমে ৩৮লক্ষ ৯০হাজার টাকা হাতিয়ে নেয়। এরই জেরে ভুক্তভোগি জাকারিয়া আলম বাদী হয়ে আদালতে এ মামলাটি দায়ের করেন। এদিকে অভিযুক্ত স্কুলের প্রধান শিক্ষক ইকবাল ফারুক প্রকাশ কাজলকে আদালতের নিদের্শে জেল হাজতে প্রেরণের সত্যতা নিশ্চিত করেছেন লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।