৩ নভেম্বর, ২০২৫ | ১৮ কার্তিক, ১৪৩২ | ১১ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

প্রতারণা মামলায় শিক্ষক জেলহাজতে


লামা উপজেলার কুমারিস্থ পাইন্যাঝিরি হাজী মোঃ ইয়াকুব নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইকবাল ফারুক প্রকাশ কাজলকে প্রতারণা মামলায় জেল হাজতে প্রেরণ করেছে আদালত। উপজেলার ডলুছড়ির বাসিন্দা মৃত মোহাম্মদ হোছাইনের ছেলে মোঃ জাকারিয়া আলম বাদী হয়ে তাঁর বিরুদ্ধে লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলাটি করেন।
মামলায় তিনি উল্লেখ করেন, প্রকৃত জমি বিক্রির কথা বলে ভূঁয়া জমি দেখিয়ে অভিযুক্ত শিক্ষক প্রতারণাপূর্বক বিভিন্ন মারফতে ব্যাংকের চেকের মাধ্যমে ৩৮লক্ষ ৯০হাজার টাকা নিয়ে আত্মসাৎ করে। অভিযুক্ত শিক্ষক কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের বুড়িপুকুর গ্রামের বাসিন্দা মোঃ এয়াকুবের ছেলে।
আদালতে দায়েরকৃত মামলার এজাহার সূত্রে জানা যায়, পার্বত্য বান্দরবান লামার ০৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের পাইন্যাঝিরির ১.২৮৬নং ফাঁসিয়াখালী মৌজার আর হোল্ডিং নং- ১৬৭১, ৪৩৩, ৮৩ এর ২৮৬নং ফাইতং মৌজার ২০কিলোমিটার দক্ষিণ-পশ্চিম দিকে স্থিত বাদীর মালিকানাধীন বাগানের খামার ঘর রয়েছে। ওই জমিটি জাকারিয়া আলমকে বিক্রয়ের কথা বলে ভূঁয়া সৃজিত কাগজপত্র প্রদান করলে; প্রকৃত জমির পরিমাপ ওই দলিলপত্রে নেই। প্রধান শিক্ষক বিভিন্ন কৌশলে কোন ধরনের নিশ্চয়তা ছাড়া প্রায় সময় জায়গাটি সঠিকভাবে কাগজপত্রে উপস্থাপনের কথা বলে বেশ’কয়েক দফায় চেকের মাধ্যমে ৩৮লক্ষ ৯০হাজার টাকা হাতিয়ে নেয়। এরই জেরে ভুক্তভোগি জাকারিয়া আলম বাদী হয়ে আদালতে এ মামলাটি দায়ের করেন। এদিকে অভিযুক্ত স্কুলের প্রধান শিক্ষক ইকবাল ফারুক প্রকাশ কাজলকে আদালতের নিদের্শে জেল হাজতে প্রেরণের সত্যতা নিশ্চিত করেছেন লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।