২৫ ডিসেম্বর, ২০২৫ | ১০ পৌষ, ১৪৩২ | ৪ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান

প্রতারণা মামলায় শিক্ষক জেলহাজতে


লামা উপজেলার কুমারিস্থ পাইন্যাঝিরি হাজী মোঃ ইয়াকুব নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইকবাল ফারুক প্রকাশ কাজলকে প্রতারণা মামলায় জেল হাজতে প্রেরণ করেছে আদালত। উপজেলার ডলুছড়ির বাসিন্দা মৃত মোহাম্মদ হোছাইনের ছেলে মোঃ জাকারিয়া আলম বাদী হয়ে তাঁর বিরুদ্ধে লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলাটি করেন।
মামলায় তিনি উল্লেখ করেন, প্রকৃত জমি বিক্রির কথা বলে ভূঁয়া জমি দেখিয়ে অভিযুক্ত শিক্ষক প্রতারণাপূর্বক বিভিন্ন মারফতে ব্যাংকের চেকের মাধ্যমে ৩৮লক্ষ ৯০হাজার টাকা নিয়ে আত্মসাৎ করে। অভিযুক্ত শিক্ষক কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের বুড়িপুকুর গ্রামের বাসিন্দা মোঃ এয়াকুবের ছেলে।
আদালতে দায়েরকৃত মামলার এজাহার সূত্রে জানা যায়, পার্বত্য বান্দরবান লামার ০৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের পাইন্যাঝিরির ১.২৮৬নং ফাঁসিয়াখালী মৌজার আর হোল্ডিং নং- ১৬৭১, ৪৩৩, ৮৩ এর ২৮৬নং ফাইতং মৌজার ২০কিলোমিটার দক্ষিণ-পশ্চিম দিকে স্থিত বাদীর মালিকানাধীন বাগানের খামার ঘর রয়েছে। ওই জমিটি জাকারিয়া আলমকে বিক্রয়ের কথা বলে ভূঁয়া সৃজিত কাগজপত্র প্রদান করলে; প্রকৃত জমির পরিমাপ ওই দলিলপত্রে নেই। প্রধান শিক্ষক বিভিন্ন কৌশলে কোন ধরনের নিশ্চয়তা ছাড়া প্রায় সময় জায়গাটি সঠিকভাবে কাগজপত্রে উপস্থাপনের কথা বলে বেশ’কয়েক দফায় চেকের মাধ্যমে ৩৮লক্ষ ৯০হাজার টাকা হাতিয়ে নেয়। এরই জেরে ভুক্তভোগি জাকারিয়া আলম বাদী হয়ে আদালতে এ মামলাটি দায়ের করেন। এদিকে অভিযুক্ত স্কুলের প্রধান শিক্ষক ইকবাল ফারুক প্রকাশ কাজলকে আদালতের নিদের্শে জেল হাজতে প্রেরণের সত্যতা নিশ্চিত করেছেন লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।