৪ মে, ২০২৫ | ২১ বৈশাখ, ১৪৩২ | ৫ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১

প্রজন্মের শিশু-কিশোরকে লেখাপড়ার মাধ্যমে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে


চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম বলেছেন, যেই সমাজে গুনীজনদেরকে সম্মান জানাতে জানে সেই সমাজে আরো বেশি বড়মাপের গুনীজনের জন্ম হয়। সমাজে অনেক প্রতিভাবান মানুষ নানাভাবে লুকিয়ে আছে। তাদেরকে খুঁজে বের করে সম্মান জানানো আমাদের অবশ্যই দায়িত্ব। কাজেই কোন মানুষকে অবহেলা করতে নেই। তিনি বলেন, আজকের শিশুরাই আগামীদের দিনের সফল রাষ্ট্র পরিচালনার কর্ণধার। তাই এখন থেকে শিশু কিশোরদেরকে লেখাপড়ার মাধ্যমে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। পাশাপাশি শিশুদেরকে চিত্রকর্ম ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে হবে। উপজেলা চেয়ারম্যান বলেন, বর্তমান সরকারের সফল প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনা শিক্ষাখাতের উন্নয়নের মাধ্যমে দেশকে নিরক্ষরতার অভিশাপমুক্ত করতে কাজ করছে। সারাদেশের সাথে সরকারের এ সুফল এখন চকরিয়ার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান বিরাজমান। শুক্রবার বিকালে চকরিয়া বিমানবন্দর বিজয় মঞ্চে এসপি চিত্রালয়ের আয়োজনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শিশু কিশোরদের মাঝে চিত্রকর্ম প্রতিযোগিতার পুরস্কার ‘স্বাধীন গোল্ড ক্রেস্ট” বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসপি চিত্রালয়ের পরিচালক বিকাল কান্তি দাশের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম আজাদ, সংগীত নিকেতনের অধ্যক্ষ সন্তোষ কুমার দাশ, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ, পৌরসভা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান লিটন, পৌরসভার ২নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি তাজুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ড বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কবিরাজ ফজল করিম চৌধুরী। অনুষ্টানটি সঞ্চালনা করেন সেফ লারনিং স্কুলের শিক্ষক আরিফুল সুমন ও গণমাধ্যমকর্মী শংকর কান্দি দাস। অনুষ্টান শেষে অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার বিতরণ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।