১ সেপ্টেম্বর, ২০২৫ | ১৭ ভাদ্র, ১৪৩২ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫

প্রকৃত ধর্মীয় শিক্ষায় শিক্ষিতরা জঙ্গিবাদ ও সন্ত্রাসী হতে পারেনা


প্রকৃত ধর্মীয় শিক্ষায় শিক্ষিত ছাত্র/ছাত্রীরা কখনো জঙ্গিবাদ ও সন্ত্রাসী হতে পারে বলে আমার মনে হয় না। শুধুমাত্র মাদ্রাসায় পড়ালেখা করলে জঙ্গিবাদ ও সন্ত্রাসী হয়না। যাহা সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন স্থানে সংঘঠিত জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকান্ড থেকে প্রতিয়মান হয়েছে। মাদ্রাসায় শুধুমাত্র ইসলামী ও নীতি নৈতিকতার শিক্ষা দেওয়া হয়। সুতারাং ইসলামে জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের কোন স্থান নেই। চলতি বছর থেকে আলিম বিজ্ঞান বিভাগ এবং ফাযিল মাদ্রাসায় রূপান্তর করার প্রতিশ্রুতি দেন প্রধান অতিথি। উখিয়া উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রুমখাঁ পালং ইসলামিয়া আলিম মাদ্রাসার ৩৪ বছর উদযাপন ও ইছালে সওয়াব মাহফিলে শনিবার কক্সবাজার জেলা প্রশাসক আলী হোসেন প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। মাদ্রাসা পরিচালনা কমিটি সভাপতি ও হলদিয়া পালং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত পুর্তি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সুলতান মাহামুদ চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রায়হানুল ইসলাম মিয়া, রতœাপালং ইউপি চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী, অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ছালেহ আহমদ, ম্যানেজিং কমিটির সেক্রেটারী সুলতান আহমদ, অধ্যাপক মোহাম্মদ আলী, প্রাক্তন ছাত্র মাওলানা সুলতান আহমদ, রহমত উল্লাহ, আবু বক্কর, সাংবাদিক আহসান সুমন, উদযাপন পরিষদের আহবায়ক মোঃ সাহাব উদ্দীন প্রমূখ। এছাড়াও ১৯৮৩সাল হতে অদ্যবধি পর্যন্ত অধ্যায়নরত প্রাক্তন ছাত্র, শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যরা তাঁদের স্মৃতি চারণমূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উদযাপন পরিষদের সদস্য সচিব খাইরুল আমিন ও হারুন অর রশিদ। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি প্রাক্তন ছাত্র/ছাত্রীদের স্মৃতি বিজড়িত আল হিকমাহ স্মারকটির মোড়ক উম্মোচন করা হয়। সবশেষে চট্টগ্রামের ইক্রা শিল্পগোষ্ঠির পরিবেশনায় কৌতুক, ইসলামি সংগীত এবং মঞ্চ নাটক করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।