৩০ এপ্রিল, ২০২৫ | ১৭ বৈশাখ, ১৪৩২ | ১ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

পোস্ট অফিসই হবে ই-কমার্সের কেন্দ্রবিন্দু : তারানা

file-4
দেশের সব পোস্ট অফিসকে অাইটি সেক্টরের গুরুত্বপুর্ণ পয়েন্ট ই-কমার্সের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলা হবে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেন, সেই লক্ষ্যে আমাদের প্রায় ১০ হাজার পোস্ট অফিসকে ই-কমার্সের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

বুধবার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত ই-কমার্স পলিসি কনফারেন্সের তৃতীয় অধিবেশনে ‘বিজনেস লিডারশিপ ডায়ালগ অন ই-কমার্স’ শীর্ষক সেমিনারে প্রতিমন্ত্রী এ কথা জানান। এ সময় বর্তমানে দেশে প্রায় এক হাজার কোটি টাকার ই-কমার্স বাজার তৈরি হয়েছে বলেও জানান তিনি।

ই-কমার্সে নিয়ন্ত্রকের ভূমিকা পালন করবে কে- তা এখনই নির্ধারণ করতে হবে মন্তব্য করে তারানা বলেন, এ বিষয়ে স্বচ্ছ ধারণা থাকতে হবে এবং গ্রাহক স্বার্থ বিবেচনা করে নীতিমালা তৈরি করতে হবে। এ খাতের উন্নয়নে সবাইকে নিয়ে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। আইসিটি বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাকে নিয়ে একযোগে কাজ করতে হবে।

পোস্ট অফিসকে ই-কমার্সের কাজে লাগানোর পরিকল্পনার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ খাতের উন্নয়নে ইন্টারনেটসহ প্রযোজনীয় অবকাঠামো রয়েছে। এখন উদ্যোক্তাদের ই-কমার্সের মূলভিত্তি তৈরি করতে হবে। দেশের সব পোস্ট অফিসকে ই-কর্মাসের সঙ্গে যোগ করতে চাই। পোস্ট অফিসগুলো ই-কমার্সের কেন্দ্রবিন্দু বা হাবে পরিণত করতে চাই। ই-কমার্সে অর্থায়নে সহযোগিতা করতে ব্যাংকের নীতিমালা থাকা উচিৎ বলে মত দেন তিনি।

সেমিনারে এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদ বলেন, মূলধন কম থাকায় ই-কমার্স খাতে প্রবৃদ্ধি কম। তবে অগ্রগতি হচ্ছে।

পলিসি কনফারেন্সের দ্বিতীয় অধিবেশনে ‘লোকাল অ‌্যান্ড ফরেন ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ’ সেমিনারে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ক্ষুদ্র পুঁজির মালিকরা ই-কমার্স খাতে বিনিয়োগ করলেও শীর্ষ ব্যবসায়ীরা আসছেন না।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।