৫ মে, ২০২৪ | ২২ বৈশাখ, ১৪৩১ | ২৫ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে কচ্ছপিয়ার নোমান চেয়ারম্যানের হুমকি   ●  কক্সবাজার জেলা বিএনপির সাবেক সদস্য সিরাজুল হক ডালিম’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ   ●  নিরাপদ নুরুল আবছারকেই পছন্দ ভোটারদের   ●  আদালতে তিন মামলারই জবানবন্দি দিলেন অস্ত্র সহ গ্রেফতার সিরাজ   ●  টেকনাফে অপহরণ চক্রের সদস্য অস্ত্রসহ গ্রেফতার   ●  উপজেলা চেয়ারম্যান শফিউল্লাহর প্রার্থীতা বাতিলে হাইকোর্টে রিট   ●  প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ৩০ বছরের পথচলা ও সাফল্য উদযাপন   ●  কক্সবাজার পৌরসভায় ৩ টি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা   ●  কুতুবদিয়ায় সুপারডাইকে বেড়িবাঁধ নির্মাণ ও পারাপারে ফেরী সার্ভিস চালুর দাবী   ●  ‘সবাইকে ভালোর দিকে ছুটতে  হবে, খারাপের দিকে নয়’

পেট ভরে ভাত খেতে পেরে এমপি কমলের প্রতি কৃতজ্ঞতার কমতি নেই মানুষের

mp kamol-
কক্সবাজার শহরের এসএম পাড়াসহ বিভিন্ন স্থানে ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। মঙ্গলবার (৩০ জুন) সারাদিন এমপি কমল বন্যার্ত মানুষের মাঝে ভাত বিতরণ করেছেন। বন্যা পরবর্তী সময়ে পেট ভরে ভাত খেতে পেরে এমপি কমলের প্রতি কৃতজ্ঞতার কোন কমতি নেই প্রতিটি গ্রামের শত শত মানুষের।
সাংসদ সাইমুম সরওয়ার কমল ট্রাক ভর্তি ভাত নিয়ে প্রথমে যান রাজারকুল ইউনিয়নে। সেখানে পৌঁছে রাজারকুল ইউনিয়নের হালদারকুল, সিকদার পাড়া, নয়াপাড়া, বৈদ্যের খিল, পশ্চিম হালদারকুল, মৌলভী পাড়া, নয়া পাড়ার বন্যা কবলিত মানুষের মাঝে ভাত বিতরণ করেন এমপি কমল।
এ সময় উপস্থিত ছিলেন রাজারকুল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান জাফর আলম চৌধুরী, আওয়ামীলীগ নেতা নুরুল হক, রামু ব্যবসায়ি সমিতির সদস্য আজিজুল হক আজিজ, ইউপি সদস্য জহির উদ্দিন, আবুল হোছন, উপজেলা ছাত্রলীগ নেতা রাশেদ আলী, রাজারকুল ছাত্রলীগের সভাপতি মাশেকুর রহমান মাশেক, স্থানীয় সমাজ সেবক বিশ্বপাল, আব্দুল হামিদ।
রাজারকুলে খাবার বিতরণ শেষে নিজেই ট্রাক ভর্তি ভাত নিয়ে কক্সবাজার শহরের এসএম পাড়ায় পৌঁছান সাংসদ কমল। এসএম পাড়ায় এক হাজারেও বেশি মানুষের মাঝে বিতরণ করা হয়েছে রান্না করা ভাত।
ভাত বিতরণ তদারকিতে ছিলেন দৈনিক আপনকন্ঠের সম্পাদক রুহুল আমিন সিকদার, সদর উপজেলা যুবলীগ সভাপতি ইফতেখার উদ্দিন পুতু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক রুস্তম আলী চৌধুরী, মৎসজীবিলীগের সভাপতি মো. ফোরকান, স্বেচ্ছাসেবকলীগ নেতা সাহাব উদ্দিন, যুবলীগ নেতা মিলন, স্বেচ্ছাসেবকলীগ নেতা নবাব প্রমূখ।
তাঁর সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে রান্না করা খাবার নিয়ে আরও একটি প্রতিনিধি দল যান জোয়ারিয়ানালা ইউনিয়নের নোনাছড়ি, উত্তর মিঠাছড়ি ও আশকরখিল গ্রামে। এ প্রতিনিধি দলে ছিলেন সাংসদের একান্ত সহকারী মিজানুর রহমান, ব্যক্তিগত সহকারী মো. আবু বক্কর ছিদ্দিক, উপজেলা ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, স্থানীয় ইউপি সদস্য মালেক, স্বেচ্ছাসেবকলীগ নেতা রমিজ আহমদ ও টিটু প্রমূখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।