১৯ অক্টোবর, ২০২৫ | ৩ কার্তিক, ১৪৩২ | ২৬ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

পেকুয়ায় মাদকসেবী বখাটেদের উৎপাতে জিম্মি সাধারণ মানুষ

shomoy
পেকুয়ায় মাদকসেবী-বখাটেদের উৎপাতে জিম্মি ও অতিষ্ট হয়ে পড়েছে বারবাকিয়া-টইটং ও শিলখালীর সাধারণ মানূষ। স্বঃঘোষিত শক্তিধর এ বখাটে মাদকসেবীদের আইনের আমলে নেওয়ার দাবী জানিয়েছে ভুক্তভুগী এলাকাবাসী। উপজেলার শিলখালী ইউনিয়নের কাঁচারীমুরা, সবুজপাড়া, ছৈয়দনগর, কসাইপাড়া, ভারুয়াখালী ও তার আশেপাশে বসবাসকারী শত শত মানুষ নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তারা চিহ্নিত মাদকসেবী ও বখাটেদের কাছে দীর্ঘদিন ধরে জিম্মি। এদের উৎপাতে সর্বস্তরের মানূষ অতিষ্ট। চিহ্নিত এ মাদকসেবী ও বখাটের দল প্রায় প্রতিদিনই কোন না কোন রাতে সু’কৌশলে এলাকার নিরহ ও অসহায় লোকজনের বসতঘরে হানা দেয়। এসময় তারা বসতভিটার গাছপালা কেটে লুঠ পাঁচার ছাড়াও সামনে যা পায় তাই প্রকাশ্যে হাতিয়ে নিয়ে যাচ্ছে। গত কিছুদিন পূর্বে সড়ক পাশর্^ ও তাদের ভিটা বাড়ির গাছপালাগুলোও কেটে নিয়ে যান। এছাড়া, বারবাকিয়া বাজারের ওয়ারেচী মঞ্জিল ও পাহাড়িয়াখালী এলাকায় প্রকাশ্য রাস্তায় শিলখালীর কাঁচারীমুরা ষ্টেশনের গরীব ফুল ঝাড়– ব্যবসায়ীদের মালবাহি গাড়ি থামিয়ে আটকানোর মাধ্যমে মোটাংকের চাঁদা দাবী ও আদায় করে আসছেন। অন্যদিকে, চিহ্নিত এই মাদকসেবী বখাটের দল বারবাকিয়া টইটং ইউনিয়নের পাহাড়ি লোকালয়ে নানা অসামাজিক কার্যকলাপের নেপথ্য নায়ক হিসাবে উৎপ্রোত ভাবে জড়িত। সেখানে সংরক্ষিত বন ভুমির গাছপালা কেটে নেয়া থেকে শুরু করে বন ও ভুমি দূস্যতা, নিরহ লোকজনের বাড়িঘর উচ্ছেদ, দখল-বেদখল, মা-বোনদের শালীনতা হানি সহ এমন কোন অপরাধ নেই যা তারা করছেনা। আর এসব অপরাধে জড়িতদের নেতৃত্ব দিয়ে থাকেন, বারবাকিয়া ইউনিয়নের পাহাড়িয়াখালী এলাকার ছৈয়দ নুরের পুত্র সাহাবউদ্দিন ও মৃত আলী আহমদের পুত্র মোঃ ইলিয়াছ। ভুক্তভুগীাদের অভিযোগ, চিহ্নিত এ মাদকসেবী ও বখাটেরদলকে বারবাকিয়া বাজারের প্রভাবশালী ওয়ারেচী মঞ্জিলে প্রকাশ্যে সার্বক্ষনিক অবস্থানে থাকতে দেখা গেলেও প্রশাসনের লোকজন নেয়না তাদের বিরুদ্ধে কোন ধরনের আইনগত ব্যবস্থা। এদিকে, বারবাকিয়া বাজারের অধিকাংশ ব্যবসায়ীরা সাংবাদিকদের অভিযোগ করে জানান, পেকুয়া সদর ইউনিয়নের মেহেরনামা মোছইন্নেকাটা এলাকার জসিম উদ্দিনের পুত্র প্রভাবশালী মাদক ব্যবসায়ী মোঃ এমরানকেও ওই অপরাধী চক্রের হোতাদের সাথে প্রকাশ্যে সার্বক্ষনিক অবস্থান নিয়ে পুরো উপজেলা জুড়ে মোটর বাইকে চড়ে চষে ঘুরে বেড়াতে দেখা গেলেও প্রশাসনের লোকজন নেই কোন আইনগত এ্যাকশান। এ বিষয়ে জানতে ওয়ারেচী মঞ্জিলের বাসিন্দা সাংষ্কৃতিক ব্যক্তিত্ব সাইফুর রহমান ওয়ারেচীর সাথে যোগাযোগ করলে তিনি নো কমেন্ট মন্তব্য করে আর কোন কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।