
পেকুয়ায় পাহাড় কাটা বন্ধের দাবিতে মানববন্ধন, র্যালি ও সমাবেশ করেছে পরিবেশবাদী সংগঠন ‘সেভ দ্যা নেচার অব বাংলাদেশ, কক্সবাজার জেলা। গতকাল রবিবার বিকেল ৪টায় পেকুয়া উপজেলা সদর চৌমুহনী চত্তরে এ মানববন্ধন, র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
‘সেভ দ্যা নেচার’ পেকুয়া উপজেলা শাখার সহ-সভাপতি সাংবাদিক ইমরান হোসাইনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম টিপুর সঞ্চালনায় এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ‘সেভ দ্যা নেচার’ অব বাংলাদেশ এর কেন্দ্রীয় চেয়ারম্যান আ.ন.ম মোয়াজ্জেম হোসেন রিয়াদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ‘সেভ দ্যা নেচার’ কক্সবাজার জেলা শাখার চেয়ারম্যান শাহাদাত হোছাইন, কো-চেয়ারম্যান জয়নাল আবেদিন তারেক, শহর সহ-সভাপতি মো: হানিফ চৌধুরী, মোস্তাজাবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মোয়াজ্জেম হোসেন রিয়াদ বলেন, পেকুয়া উপজেলার শীলখালীতে ব্যাপকভাবে পাহাড় কাটা হচ্ছে। পাহাড় বলতে আর নাই। বনবিভাগ, পরিবেশ অধিদপ্তর, স্থানীয় প্রশাসন সম্পূর্ন নিরব। ইতিমধ্যে স্থানীয় কয়েকটি পত্রিকায় স্বচিত্র সংবাদ পরিবেশন হওয়ায় প্রশাসনের টনক নড়লেও আটককৃত গাড়ি ও জড়িতদের বিরুদ্ধে কোন মামলা হয়নি। এ বিষয়ে আমরা পরিবেশ অধিদপ্তর ও বনবিভাগ থেকে কোন মামলা না হলে আমরা এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিব। আমরা সোচ্ছার আপনারাও সোচ্ছার হউন। এই পাহাড় কাটা যদি অব্যাহত থাকে, পেকুয়ার সাধারণ জনগণকে নিয়ে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে। এর আগে সেভ দ্যা নেচার এর নেতৃবৃন্দরা পাহাড় কাটার স্থান শীলখালীর মাঝের ঘোনা পরিদর্শন করেন।
সংহতি প্রকাশ করে এ সময় আরো উপস্থিত ছিলেন, দৈনিক পূর্বদেশ প্রতিনিধি দিদারুল করিম, দৈনিক সকালের কক্সবাজার প্রতিনিধি নাজিম উদ্দিন, দৈনিক কক্সবাজার প্রতিনিধি মোঃ হাশেম, দৈনিক সমুদ্রবার্তা প্রতিনিধি ছগির আহমদ আজগরি, দৈনিক ইনানী প্রতিনিধি মাষ্টার রিয়াজ উদ্দিন, দৈনিক কক্সবাজার ৭১ প্রতিনিধি এফএম সুমন, মগনামা ইউনিয়ন ছাত্রলীগ সম্পাদক পারভেজ উদ্দিন নিশান, সুচিন্তা বাংলাদেশ পেকুয়া শাখার যুগ্ন আহবায়ক মনছুর আলম, ছাত্রলীগ নেতা মোশারফসহ সেভ দ্যা নেচার পেকুয়া উপজেলা শাখার নেতৃবৃন্দরা।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।