২৬ অক্টোবর, ২০২৫ | ১০ কার্তিক, ১৪৩২ | ৩ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

পুলিশ কনস্টেবল সিমরান মাহমুদের অর্থায়নে ৫৩ পরিবার পেলো ত্রান সামগ্রী

চাকরির বেতনের টাকা দিয়ে নিজ উদ্যোগে করোনায় গৃহ বন্ধী প্রায় দরিদ্র এবং মধ্যবিত্ত ৫৩ পরিবারকে ত্রান সামগ্রী বিতরণ করলো এক মানবিক পুলিশ কনস্টেবল সিমরান মাহমুদ আনোয়ার।

মানবিক কনস্টেবল সিমরান মাহমুদ আনুয়ার তার নিজ এলাকা উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যায় অসহায় দরিদ্র এবং মধ্যবিত্ত ৫৩ পরিবারের কাছে ৫ কেজি চাল, ১ কেজি আটা, ১ কেজি তেল , ১ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ২ টা সাবান ও ১ কেজি লবন নিয়ে একটি করে ত্রানের তুলে দেন।

মানবিক এই পুলিশ কনস্টেবল এর নিকট থেকে জানতে চাওয়া হলে তিনি বলেন- সারা বিশ্বে এই করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করেছে। বিশ্বে এখন মৃতের সংখ্যা প্রায় ৫০ হাজারের উপরে। বাংলাদেশে ইতিমধ্যে প্রায় ৬ জন মারা গেছে এই মহামারি করোনাতে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর পক্ষ থেকে এই মহামারি করোনা ভাইরাস এর সংক্রমণ কমানোর জন্য নানামূখী পদক্ষেপ গ্রহণ করেছে।এই মহামারি করোনা ভাইরাস হতে বাঁচতে হলে আমাদের সকলকে ঘর থেকে প্রয়োজন ছাড়া বের না হতে হবে।

তারই ধারাবাহিকতায় আমার গ্রামের প্রায় সকল নিম্নবিত্ত পরিবার না খেয়ে অনহারে আছে।

তাই আমার নিজ উদ্যোগে আমার বেতন এর কিছু অংশ দিয়ে, আমার ক্ষুদ্র প্রয়াস হিসেবে প্রায় ৫৩টি পরিবারকে ত্রাণ দিয়ে সহায়তা করার চেষ্টা করলাম।
আমি সবাইকে বলতে চাই দেশের এই মহামারি দুঃসময়ে, মধ্যবিত্ত্ব ও নিম্নবিত্ততদের বাাঁচাতে সকলে এগিয়ে আসুন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।