১৩ অক্টোবর, ২০২৫ | ২৮ আশ্বিন, ১৪৩২ | ২০ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান

পা দিয়ে লিখে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থী মোহাম্মদ আলী


মোহাম্মদ আলী। দুই হাত নেই তার। এ অবস্থায় অসম্ভবকে সম্ভব করে যাচ্ছে অদম্য এ শিক্ষার্থী। ডান পা দিয়ে তিনি লেখা ও খাওয়ার কাজ করেন। পা দিয়ে লিখে তিনি প্রাথমিক-মাধ্যমিক শিক্ষা ভালোভাবে শেষ করেছেন। তিনি এবার চট্টগ্রাম জেলায় লোহাগাড়া উপজেলার বার আউলিয়া কলেজ কেন্দ্র থেকে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। তিনি উপজেলা সদরে মোস্তাফিজুর রহমান কলেজের ছাত্র।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মোহাম্মদ আলী উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের হরিদাঘোনা এলাকার আমিন শরীফ ও শামসুন্নাহারের সন্তান। জন্ম থেকে সে প্রতিবন্ধী। অভাব-অনটনের সংসারে কষ্ট করে মা-বাবা তাকে লালন-পালন করে যাচ্ছে। মোহাম্মদ আলী ২০০৯ সালে উত্তর বড়হাতিয়া প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি ও ২০১৫ সালে বড়হাতিয়া বিজি সেনেরহাট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছে। পা দিয়ে লিখে এসএসসিতে “এ” মাইনাস পেয়েছে। ক্রিকেট-ফুটবলও খেলে সে। কাঁধে ব্যাট চেপে ধরে ক্রিকেট খেলায় ব্যাটিংও করে।
মোহাম্মদ আলী বলেন, আমার দুই হাত নেই তো কী হয়েছে? আমি মাস্টার্স পর্যন্ত লেখাপড়া করতে চাই। এ জন্য সবার সহযোগিতা চাই। লেখাপড়া শেষে চাকরি করব। মোস্তাফিজুর রহমান কলেজের অধ্যক্ষ মো. মফিজুর রহমান বলেন, মোহাম্মদ আলী কলেজে নিয়মিত ক্লাস করত। কলেজের প্রতিটি অভ্যন্তরীণ পরীক্ষায় ফলাফল ভালো করেছে। এইচএসসি পরীক্ষায়ও ভালো ফল করবে বলে আমরা আশা করছি।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিজনূর রহমান বলেন, পরীক্ষার হলে মোহাম্মদ আলীর পা দিয়ে লেখার অদম্য মনোবল দেখে আমি অভিভূত। পা দিয়ে সুন্দরভাবে লিখে অসম্ভবকে সম্ভব করে যাচ্ছে অদম্য এ প্রতিবন্ধী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।