১৬ সেপ্টেম্বর, ২০২৫ | ১ আশ্বিন, ১৪৩২ | ২৩ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ

পাহাড় কেটে ভবন নির্মাণে এক ব্যক্তিকে দুই বছরের কারাদন্ড কক্সবাজারে

নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজার শহরে পাহাড় কেটে বাড়ি নির্মাণের অপরাধে গতকাল মঙ্গলবার এক ব্যক্তিকে দুই বছরের কারাদন্ড দিয়ে ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মোহাম্মদ ওচমান (৩৬)।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শহরের ঘোনারপাড়া এলাকায় সরকারি পাহাড় কেটে ভবন নির্মাণ করছে স্থানীয় মৃত আবুল কালামের ছেলে মোহাম্মদ ওচমান (৩৬)। পরে গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশের সহযোগিতায় সেখানে অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজিম উদ্দিন। এসময় ওসমানকে ঘটনাস্থল থেকে হাতেনাতে আটক করা হয়। পরে আদালতের কাছে তাঁর অপরাধ স্বীকার করায় তাকে দুই বছরের কারাদন্ড দেওয়া হয়।
সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজিম উদ্দিন বলেন, ঘোনারপাড়ায় ডিসি বাংলো ঘেঁষে পাহাড় কেটে ভবন নির্মাণ করছে ওসমান নামে ওই ব্যক্তি। এর আগেও তাকে কাজ না করতে কয়েকবার নিষেধ করা হয়। কিন্তু তিনি নির্মাণ কাজ অব্যাহত রাখেন। গতকাল অভিযানের সময় ওসমান খোঁদ তাকে হুমকি ধমকি দেন। এছাড়া ডিসি বাংলোর গিয়াস উদ্দিন নামে এক স্টাফের সহযোগিতায় তিনি দীর্ঘদিন ধরে পাহাড় কেটে স্থাপনা নির্মাণ করছে বলে জানা গেছে। গিয়াস উদ্দিন হলো ওচমানের প্রতিবেশি।
তিনি আরও বলেন, পাহাড় কেটে পরিবেশ ধ্বংস, সরকারি নির্দেশনা অমান্য ও সরকারি কর্মচারিকে হুমকি দেওয়ায় তাকে দুই বছরের কারাদন্ড দেওয়া হয়।

জানা গেছে, কয়েক মাস আগেও পরিবেশ অধিদপ্তর পাহাড় কাটার দায়ে ওচমানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ভ্রাম্যমাণ আদালতও অভিযান পরিচালনা করেন। কিন্তু তারপরও থামেনি তাঁর পাহাড় কাটা ও ভবন নির্মাণ কাজ।
কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক দেবব্রত রায় বলেন, আদালতের নির্দেশে দন্ডপ্রাপ্ত ব্যক্তিকে কক্সবাজার কারা কর্তৃপক্ষের কাছে হন্তান্তর করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।