কক্সবাজারসময় ডেস্কঃ ভূঁয়া পরিচয় দিয়ে বাংলাদেশী নাগরিক সেঁজে পাসপোর্ট করতে এসে আটক হয়েছে রোহিঙ্গা তরুনী ও ভূঁয়া বাবা। মঙ্গলবার (১৬ জুলাই) বিকাল ৩টার দিকে কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পের কামাল উদ্দিনের মেয়ে ছেনুয়ারা বেগম (২০) ও চকরিয়ার খুটাখালীর পুর্ব হাজীপাড়ার বাক্কুম এলাকার ফজল আলীর ছেলে আমির হোসেন (৪০)।
কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আবু নঈম মাসুম জানান, আমির হোসেনের আসল মেয়ের নাম ফাতেমা খাতুন। ওই নামে ছেনুয়ারাকে ফাতেমার সব ডকুমেন্ট দিয়ে পাসপোর্ট করতে আনেন আমির। কিন্তু সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে ছেনুয়ারা নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করেন। পরে দুইজনকে আটক করে থানা পুলিশ। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এ ব্যাপারে ভূয়া বাবার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।