১৬ ডিসেম্বর, ২০২৫ | ১ পৌষ, ১৪৩২ | ২৪ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের

পাগলীরবিলের নুরুল হাকিম ইয়াবাসহ ফরিদপুরে আটক

ইয়াবা পেটে নিয়ে প্লেনে কক্সবাজার থেকে ঢাকা, ফরিদপুরে আটক ইয়াবাসহ গ্রেফতার নুরুল হাকিম ইয়াবা পেটে নিয়ে প্রথমে কক্সবাজার থেকে উড়োজাহাজযোগে ঢাকায় আসেন নুরুল হাকিম (৩১) নামের এক যুবক। বিশেষ কায়দায় ইয়াবা বের করার পর বিক্রির জন্য ফরিদপুরে গিয়ে গ্রেফতার হন তিনি।

শনিবার (১৪ জানুয়ারি) বিকেলে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের টোল প্লাজার সামনে থেকে তাকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। গ্রেফতার নুরুল হাকিম কক্সবাজারের উখিয়ার মরিচ্যা বাজারের পাগলীর বিল গ্রামের মো. আব্দুল জব্বারের ছেলে।

রোববার (১৫ জানুয়ারি) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের উপ পরিচালক শামীম হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নুরুল হাকিমকে ইয়াবাসহ টোল প্লাজা থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।

শামীম হোসেন আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল জানান, তিনি কক্সবাজার থেকে বিশেষ পদ্ধতিতে প্যাক করা ইয়াবা পেটে নিয়ে উড়োজাহাজযোগে ঢাকায় আসেন। এরপর মলত্যাগের সঙ্গে ইয়াবাগুলো বের করেন। পরিষ্কারের পর পুনরায় প্যাক করে শরীরে বিশেষ কায়দায় স্কচটেপ দিয়ে পেঁচিয়ে ফরিদপুরের ভাঙ্গায় নিয়ে আসেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।