২২ অক্টোবর, ২০২৫ | ৬ কার্তিক, ১৪৩২ | ২৯ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

পাকিস্তানের মাজারে বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৪৩, অাহতের সংখ্যা প্রচুর

_92414813__92414229_9f21d1ab-6d7a-4178-bba4-5e399eb2a29c
দক্ষিণ পাকিস্তানে এক পীরের মাজারে বোমা বিস্ফোরণে অন্তত ৪৩ জন প্রাণ হারিয়েছে বলে পাকিস্তানি কর্মকর্তারা জানাচ্ছেন । আহত হয়েছে আরও বহু লোক।
বন্দর শহর করাচির উত্তরে এক প্রত্যন্ত এলাকায় শাহ নূরানী নামের এক মাজারে ওই বিস্ফোরণ ঘটে যখন সূর্যাস্তের সময় সেখানে ভক্তদের নাচ গান হচ্ছিল।
প্রত্যন্ত খুজদার প্রদেশের শাহ নূরানী নামে এই মাজারটিতে প্রতিদিনই সূর্যাস্তের সময় ভক্তদের নাচ হয়। এই নাচকে বলে ধামাল এবং দলবদ্ধ এই নাচের সময় ভক্তেরা একটা ঘোরের মধ্যে চলে যান।
প্রতিদিনের মতো আজও যখন এই নাচ চলছিল, তখনই এই বোমা বিস্ফোরণ ঘটে।
খবরে বলা হচ্ছে ঐ নাচের জন্য সেখানে অন্তত ৫০০ জন ভক্ত জড়ো হয়েছিলেন।
করাচি শহরে একজন নামকরা সুফি গায়ক আমজাদ সাবরিকে গুলি করে হত্যার কয়েক মাস পর এই ঘটনা ঘটল।
বিস্ফোরণে বহু নিহত ছাড়াও ৭০ জনেরও বেশি লোক আহত হয়েছেন।
তাদের করাচি শহরের হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হচ্ছে।
_92414805__92414064_669068d5-5bc8-419a-879c-0874bbd211c3-copy
তবে জরুরি সেবা প্রতিষ্ঠানগুলোকে প্রত্যন্ত এই জায়গাটিতে পৌঁছতে হিমশিম খেতে হচ্ছে।
প্রত্যন্ত ওই স্থানে অ্যাম্বুলেন্স পৌঁছতে সময় লেগেছে কয়েক ঘন্টা।
_92414806__92412036_khuzdar
সুফিবাদকে ইসলাম ধর্মের একটি সহিষ্ণু এবং আধ্যাত্মিক ধারা বলে মানা হয়।
কিন্তু চরমপন্থীরা এর বিরোধী।
বালোচিস্তান প্রদেশে চরমপন্থী গোষ্ঠীগুলো এ বছর একাধিকবার বেসামরিক লোকদের লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে।
অক্টোবর মাসে কোয়েটা শহরে একটি পুলিশ কলেজে এক আক্রমণে বহু লোক নিহত হয়।
এর আগে আগস্ট মাসে আক্রমণ চালানো হয় একটি হাসপাতালে যাতে ৭০ জন নিহত হয়।
পাকিস্তানের প্রধানমন্ত্রী নাওয়াজ শরিফ এই আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছেন। বিবিসি

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।