৬ সেপ্টেম্বর, ২০২৫ | ২২ ভাদ্র, ১৪৩২ | ১৩ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!

পাউলিনিয়োর হ্যাটট্রিকে ব্রাজিলের গোলোৎসব

গোল পেলেন নেইমার। তবে তাকে ছাপিয়ে উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের জয়ের নায়ক পাউলিনিয়ো। এই মিডফিল্ডারের হ্যাটট্রিকের সঙ্গে নেইমারের লক্ষ্যভেদে উরুগুয়েকে তাদেরই মাঠে ৪-১ গোলে হারিয়ে এসেছে ব্রাজিল।

মন্তেভিদিওর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের শুরুর দৃশ্যপটটা কিন্তু ছিল অন্যরকম। ম্যাচের নবম মিনিটেই যে এগিয়ে গিয়েছিল উরুগুয়ে। মার্সেলো ব্যাক পাস করেছিলেন গোলরক্ষক অ্যালিসনের দিকে। রিয়াল মাদ্রিদ লেফট ব্যাকের ভুল শুধরাতে গিয়ে ব্রাজিলিয়ান গোলরক্ষক ফাউল করে বসেন এদিনসন কাভানিকে। বক্সের ভেতর প্যারিস সেন্ত জার্মেই স্ট্রাইকারকে ফেলে দেওয়ায় রেফারি বাজান পেনাল্টির বাঁশি। স্পট কিক থেকে পাওয়া সুবর্ণ সুযোগ কাজে লাগাতে ভুল করেননি কাভানি। তার গোলে এগিয়ে যাওয়ার উৎসব অবশ্য খুব বেশি সময় স্থায়ী হয়নি। ১৯ মিনিটেই ব্রাজিলকে দুর্দান্ত এক গোলে সমতায় ফেরান পাউলিনিয়ো। নেইমার পাস বক্সের অনেকটা বাইরে থেকে আচমকা এক শটে বল জালে জড়ান চাইনিজ লিগে খেলা এই মিডফিল্ডার।

প্রথমার্ধ শেষ হয় ওই ১-১ গোলের সমতায়। দ্বিতীয়ার্ধে এগিয়ে যেতে বেশি সময় নেয়নি ব্রাজিল। ৫২ মিনিটে লিড নেয় সফরকারীরা, এবারও গোলদাতা সেই পাউলিনিয়ো। আর ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন এই মিডফিল্ডার। দানি আলভেসের পাস থেকে লক্ষ্যভেদ করেন তিনি। এর আগে স্কোরশিটে নাম তোলেন নেইমার। ৭৪ মিনিটে মিরান্দার বাড়ানো লম্বা পাস ধরে বল জালে জড়ান বার্সেলোনা তারকা।

বিশাল এই জয়ে রাশিয়া বিশ্বকাপের আরও কাছে চলে গেল নেইমাররা। ১৩ ম্যাচ শেষে ব্রাজিলের পয়েন্ট ৩০, শীর্ষস্থানটা তাই করল আরও সুসংহত। ঘরের মাঠে হেরে যাওয়া উরুগুয়ে অবশ্য ধরে রেখেছে দ্বিতীয় স্থান। সমান ম্যাচে তাদের পয়েন্ট ২৩।

আগের ম্যাচে ঘরের মাঠে জয় পেয়েছে কলম্বিয়া। হামেস রোদ্রিগেসের একমাত্র লক্ষ্যভেদে বলিভিয়াকে তারা হারিয়েছে ১-০ গোলে। ৮৩ মিনিটে কলম্বিয়া পেনাল্টি পেলে স্পট কিক নিতে গিয়েছিলেন হামেস। যদিও তার কিকটি ঠেকিয়ে দেন বলিভিয়া গোলরক্ষক। তাতে অবশ্য শেষ রক্ষা হয়নি, তার ঠেকানো বল চলে আসে হামেসের সামনে। দ্বিতীয় দফায় বল জালে জড়াতে আর ভুল হয়নি রিয়াল মাদ্রিদ তারকার। এই জয়ে কলম্বিয়া ২১ পয়েন্ট নিয়ে এখন তালিকার চতুর্থ স্থানে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।