৬ মে, ২০২৪ | ২৩ বৈশাখ, ১৪৩১ | ২৬ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  কক্সবাজারে শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট রোবায়েত    ●  উখিয়ায় রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা   ●  বাহারছরা পুলিশের অভিযানে হত্যা চেষ্টা মামলার তিন আসামি গ্রেফতার   ●  নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে কচ্ছপিয়ার নোমান চেয়ারম্যানের হুমকি   ●  কক্সবাজার জেলা বিএনপির সাবেক সদস্য সিরাজুল হক ডালিম’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ   ●  নিরাপদ নুরুল আবছারকেই পছন্দ ভোটারদের   ●  আদালতে তিন মামলারই জবানবন্দি দিলেন অস্ত্র সহ গ্রেফতার সিরাজ   ●  টেকনাফে অপহরণ চক্রের সদস্য অস্ত্রসহ গ্রেফতার   ●  উপজেলা চেয়ারম্যান শফিউল্লাহর প্রার্থীতা বাতিলে হাইকোর্টে রিট   ●  প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ৩০ বছরের পথচলা ও সাফল্য উদযাপন

‘পল্লী বিদ্যুৎ কর্মকর্তাকে পেঠালো চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু!

man-hitting-woman_40597

 

সরকারদলীয় নেতা ও উখিয়া উপজেলা হলদিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টুর ডাকে ছাড়া না দেয়ার কারনে পল্লী বিদ্যুৎ মরিচ্যা অভিযোগ কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা রমজান আলীকে পিঠিয়েছে। সরকারদলী নেতা শুধু পেঠায়নি, অভিযোগ কেন্দ্রটি তালা ঝুলিয়ে দেয় বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।

ভুক্তভোগি রমজান আলী জানিয়েছেন, রোববার বিকালে স্থানীয় চৌকিদার দিয়ে তাকে ডাকতে পাঠায় চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু। ওই সময় তার অফিসে অন্য কোন কর্মচারী না থাকার কারনে যেতে একটু দেরি হয়।
মহুর্তের মধ্যে চেয়ারম্যান হাজির হয়ে ‘আমার ডাকে কেন যাওনি! প্রশ্নের উত্তর দিতে না দিতে তার উপর ক্ষিপ্ত হয়ে মারধর শুরু করেন।
এক পর্যায়ে রমজান আলী পাশ^বর্তী দোকানে ঢুকে পড়লে চেয়ারম্যান ওই দোকানে ঢুকে তাকে ছাতা দিয়ে গণপিটুনী দেয়।
স্থানীয় লোকজনের সহযোগিতায় তিনি কোনমতে রেহাই পান। রমজান আলী আরও জানান, বিষয়টি তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন।
অভিযুক্ত কামাল উদ্দিন মিন্টু গেল বার উখিয়া উপজেলা আ.লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক পদে লড়ছিলেন।

চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, পবিত্র রমজান মাসে অতিরিক্ত লোডশেডিং এর কারন জানার জন্য তাকে ডাকা হয়েছিল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।