৪ মে, ২০২৫ | ২১ বৈশাখ, ১৪৩২ | ৫ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১

‘পল্লী বিদ্যুৎ কর্মকর্তাকে পেঠালো চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু!

man-hitting-woman_40597

 

সরকারদলীয় নেতা ও উখিয়া উপজেলা হলদিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টুর ডাকে ছাড়া না দেয়ার কারনে পল্লী বিদ্যুৎ মরিচ্যা অভিযোগ কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা রমজান আলীকে পিঠিয়েছে। সরকারদলী নেতা শুধু পেঠায়নি, অভিযোগ কেন্দ্রটি তালা ঝুলিয়ে দেয় বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।

ভুক্তভোগি রমজান আলী জানিয়েছেন, রোববার বিকালে স্থানীয় চৌকিদার দিয়ে তাকে ডাকতে পাঠায় চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু। ওই সময় তার অফিসে অন্য কোন কর্মচারী না থাকার কারনে যেতে একটু দেরি হয়।
মহুর্তের মধ্যে চেয়ারম্যান হাজির হয়ে ‘আমার ডাকে কেন যাওনি! প্রশ্নের উত্তর দিতে না দিতে তার উপর ক্ষিপ্ত হয়ে মারধর শুরু করেন।
এক পর্যায়ে রমজান আলী পাশ^বর্তী দোকানে ঢুকে পড়লে চেয়ারম্যান ওই দোকানে ঢুকে তাকে ছাতা দিয়ে গণপিটুনী দেয়।
স্থানীয় লোকজনের সহযোগিতায় তিনি কোনমতে রেহাই পান। রমজান আলী আরও জানান, বিষয়টি তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন।
অভিযুক্ত কামাল উদ্দিন মিন্টু গেল বার উখিয়া উপজেলা আ.লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক পদে লড়ছিলেন।

চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, পবিত্র রমজান মাসে অতিরিক্ত লোডশেডিং এর কারন জানার জন্য তাকে ডাকা হয়েছিল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।