
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর খন্দকার পাড়া এলাকায় পুর্ব শত্রুতার জের ধরে ব্যাটমিন্টন খেলাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় ১ ব্যক্তি গুরুত্বর আহত হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে। আহত ব্যক্তির নাম মোহাম্মদ আরিফুল ইসলাম(২২)। সে ওই এলাকার নুরুল ইসলামের পুত্র। গত ১০ ডিসেম্বর রাত আনুমানিক ১০টায় এই ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে গুরুত্বর আহত আরিফুল ইসলামের মামা আমিরাবাদ ইউপির ২নং প্যানেল চেয়ারম্যান ও ২ নং ওয়ার্ডের মেম্বার এস.এম ইউনুচ বাদী হয়ে উত্তর খন্দকার পাড়া এলাকার আবদুল কবিরের পুত্র মোহাম্মদ আবদুল্লাহ কায়সার(২২) ও মৃত মৃত কালা মিয়ার পুত্র আবদুল কবির(৪৬) সহ আরো ২/৩জনকে বিবাদী করে লোহাগাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সুত্রে প্রকাশ, আহত আরিফ আবুল খায়ের গ্রুপে সেলস ম্যান হিসেবে কর্মরত রয়েছেন। উল্লেখিত তারিখে কায়সার ও আরিফ মিলে বাড়ীর পার্শ্বে খোলা জমির মধ্যে ব্যাটমিন্টন খেলতে যায়।খেলায় তাদের দুই জনের মধ্যে কথাকাটাকাটি সৃষ্টি হয়। কথাকাটাকাটির এক পর্যায়ে কাইসারের নেতৃত্বে সন্ত্রাসী দলবল নিয়ে আরিফকে লাটিসোটা দিয়ে এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি মেরে মারাত্নকভাবে জখম করে। অভিযোগ আরো প্রকাশ, আবদুল্লাহ কায়সার তার কোমড় থেকে একটি ধারালো চুরি বের করে তার বুকে, পিটে ও বাম হাতের মারাত্নকভাবে হামলা চালিয়ে পালিয়ে যায়। স্হানীয়রা আহত অবস্হায় তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্হা আশংকাজনক দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে গুরুত্বর আহত অবস্হায় আরিফ চমেকে ক্যাজুয়ালটি ওয়ার্ডের ৯ নং সীটে চিকিৎসাধীন অবস্হায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বলেও অভিযোগ সুত্রে প্রকাশ। এ ব্যাপারে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা লোহাগাড়া থানার উপ-পরিদর্শক এসআই জাকির সিকদার উক্ত প্রতিবেদককে জানিয়েছেন, ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভারে সত্যতা পাওয়া গেছে। এ ব্যাপারে আহত আরিফুল ইসলামের মামা আমিরাবাদ ইউপির ২নং প্যানেল চেয়ারম্যান ও ৭নং ওয়ার্ড মেম্বার এস.এম ইউনুচ উক্ত প্রতিবেদককে জানান,আমার ভাগিনাকে আবদুল্লাহ কায়সারের নেতৃত্ব সন্ত্রাসী দলবল মিলে অতর্কিতভাবে শরীরের বিভিন্ন স্হানে হামলা চালায়। চমেক হাসপাতালে আমার ভাগিনা আরিফ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সুষ্ঠ বিচারের দাবী জানিয়েছেন।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।