৬ মে, ২০২৫ | ২৩ বৈশাখ, ১৪৩২ | ৭ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা

পদুয়ায় প্রেমের জ্বালায় প্রেমিকার আত্নহত্যাঃ প্রেমিক গ্রেফতার

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ফরিয়াদির কূল হাঙ্গরখালের পূর্ব পার্শ্বে জঙ্গল পদুয়া এলাকায় প্রেমের জ্বালায় প্রেমিকার আত্মহত্যা হওয়ার সংবাদ পাওয়া গেছে। উক্ত প্রেমিকার নাম আরজু আক্তার (১৩)। সেই ওই এলাকার দিন মজুর মমতাজুল হকের কন্যা। এঘটনায় প্রেমিক মাহাবুবুল আলম (২২) কে আটক করেছে থানা পুলিশ। উক্ত প্রেমিক সাতকানিয়া উপজেলার নলুয়া এলাকার মরিশ্চা পাড়ার নুরুল ইসলামের পুত্র। ১৭ ডিসেম্বর সকাল আনুমানিক সাড়ে ৮টায় এঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, উল্লেখিত এলাকার মমতাজুল হকের কন্যা আরজু আক্তার (১৩) পদুয়া সুফী ফতেহ আলী ওয়াইসী মহিলা মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীতে অধ্যায়নরত। মাহাবুবুল আলমের সাথে বিগত ৬মাস পূর্বে আরজু আক্তার রং নাম্বারের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরবর্তীতে তাদের দু’জনের সাথে আরো গভীর সম্পর্ক সৃষ্টি হয়। গত ১৬ডিসেম্বর প্রেমের টানে সন্ধ্যা সাড়ে ৬টায় আরজু আক্তারের বাড়িতে সে বেড়াতে আসে। স্থানীয় প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে উক্ত শিক্ষার্থীর বাড়িতে গিয়ে ছেলেটিকে দেখতে পেলে পদুয়া ইউপি চেয়ারম্যানকে খবর দেওয়া হয়। পরবর্তীতে স্থানীয় চৌকিদার রাত সাড়ে ১০টায় তাকে আটক করে পদুয়া ইউপির কার্যালয়ে নিয়ে আসে। পরের দিন সকালে অভিমান করে বাড়ির পাশে একটি গোয়াল ঘরের বিমের সাথে ওড়না পেছিয়ে আরজু আক্তার আত্মহত্যা করেছে বলে জানা গেছে। এব্যাপারে তার প্রতিবেশী সাইফুল ইসলামের স্ত্রী নিশাত তাসমিন উক্ত প্রতিবেদককে জানিয়েছেন, সকাল সাড়ে ৮টার দিকে তার বাড়ি থেকে বের হলে গোয়াল ঘরে তার লাশটি বিমের সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পান। হঠাৎ ভয়ে তিনি চিৎকার দিলে এলাকাবাসীরা ছুটে আসে। খবর পেয়ে দুপুর সাড়ে ১২টায় ঘটনাস্থল পরিদর্শন করেন লোহাগাড়া থানার এসআই আব্দুল আউয়াল। তিনি মুঠো ফোনে উক্ত প্রতিবেদকে জানিয়েছেন, লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। সঠিক ময়না তদন্তের জন্য আগামী কাল সকালে মর্গে প্রেরণ করা হবে এবং প্রেমিক মাহাবুবুল হককে আটক করে থানার হেফাজতে নিয়ে আসি। স্থানীয়রা কেউ কেউ এঘটনাটিকে রহস্যাবৃত বলে ধারণা করছেন। নিহত আরজু আক্তারের বাবা দিন মজুর মমতাজুল হক উক্ত প্রতিবেদককে জানান, তার মেয়ের স্বভাব চরিত্র ভাল ছিল। এলাকার সর্দার নুরুল আলম, সমশু ও বদিউল আলমসহ আরেক কয়েকজন ব্যক্তি ঘটনাটি বাড়াবাড়ি করেছেন বলেও তিনি জানান। তবে, সর্দার নুরুল আলম জানান, তিনি ঘটনাস্থলে ছিলেন না এবং এঘটনার সাথে তিনি আদৌ জড়িত নন বলেও দাবি করেন। পদুয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জহির উদ্দিন জহিরের কাছে মুঠো ফোনে ঘটনার বিষয়টি জানতে চাইলে তিনি জানান, আত্মহত্যার ঘটনাটি সত্য। তবে কি কারণে মেয়েটি আত্মহত্যা করেছে সে বিষয়ে তিনি জ্ঞাত নন। এঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।