২ মে, ২০২৫ | ১৯ বৈশাখ, ১৪৩২ | ৩ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন

পঞ্চাশ টিক্কা বিয়ারী!

50 takaপঞ্চাশ টাকার ফেরিওয়ালা তারা। ক্রেতা-গ্রাহকদের কাছে প্রচলিত কথায় পঞ্চাশ টিক্কা বিয়ারী অর্থাৎ পঞ্চাশ টাকার ব্যাপারী। বিশাল ঝুড়িতে প্লাষ্টিকের রকমারি পণ্য সাজিয়ে কক্সবাজারের অলি-গলিতে ঘুরে বেড়ান তারা। তবে সব পণ্যের দাম পঞ্চাশ টাকার মধ্যে। প্লাষ্টিক ও এ্যালুমিনিয়ামের ঝুড়ি, হাড়ি-পাতিল,  মগ, বোল, প্লেট, বাচ্চাদের খেলনা, মেয়েদের মাথার ফুল, ঝাঁকা, আয়না, ব্রাশ ও টুথ পেষ্টসহ বিভিন্ন গৃহস্থালি ও নিত্যপণ্য বিক্রি করেন তারা। আবাসিক ও ঘনবসতি অধ্যুষিত এলাকায় এসব ফেরিওয়ালারা হাঁক দিয়ে পণ্য বিক্রি করেন সারা দিন। ফেরি ওয়ালা আব্দুল কাইয়ুম ও জুয়েল জানান, প্লাষ্টিক নির্মিত রকমারি পণ্য থেকে পঞ্চাশ টাকার মধ্যে দ্রব্য সামগ্রী বাচাই করে ঝুড়িতে সাজান আগের রাতে। সকালে এসব পণ্য বিক্রির জন্য অলি-গলিতে ঘুরে বেড়ান। সারাদিন বেচা-বিক্রির শেষে ৩০০/৪০০ টাকা লাভ থাকে বলে জনান তারা। বাহারছড়ার গৃহবধু সারজিনা জানান, গৃহস্থালী ও নিত্যপ্রয়োজনীয় অনেক পণ্য এসব ফেরিওয়ালার কাছে সস্তায় পাওয়া যায়। পঞ্চাশ টাকার প্যাকেজের মধ্যে পণ্য ফেরি করার কারণে  এরা পঞ্চাশ টিক্কা বিয়ারী নামে পরিচিত।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।