৭ মে, ২০২৫ | ২৪ বৈশাখ, ১৪৩২ | ৮ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা

নৌবাহিনীর উদ্যোগে জাটকা সংরক্ষন অভিযান

জাতীয় সম্পদ ইলিশ সংরক্ষণের লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ‘জাটকা সংরক্ষণ’ অভিযান সমাপ্ত করেছে বাংলাদেশ নৌবাহিনী। অভিযানের অংশ হিসেবে গত ২৪ মে হতে ৩১ মে ২০১৫ পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনী দেশের উপকূলীয় অঞ্চলসহ দক্ষিণাঞ্চলের নদ-নদী এবং সংশ্লিষ্ট ইলিশ প্রজনন এবং জাটকা বিচরণ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৫৩ লক্ষ টাকা মূল্যের অবৈধ জব্দ জাল করেছে। অভিযানটি গত ১৫ মার্চ ২০১৫ হতে শুরু হয়ে ৩১ মে ২০১৫ তারিখ পর্যন্ত পরিচালিত হয়। এসময় দেশের জাটকা সমৃদ্ধ বিভিন্ন নদ-নদীসমূহে অভিযান পরিচালনার মাধ্যমে সর্বমোট প্রায় ৪০ কোটি ৩০ লক্ষ টাকা মূল্যের ১ কোটি ৪৫ লক্ষ ১৮ হাজার মিটার অবৈধ জাল আটক করে।
জাটকা সংরক্ষণ প্রকল্পের আওতায় বাংলাদেশ নৌবাহিনীর ‘জাটকা সংরক্ষণ’ অভিযান কার্যক্রম ২০১৫ বাস্তবায়নের লক্ষ্যে দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার নদ-নদী ও উপকূলীয় অঞ্চলে জাটকা ও কারেন্ট জালসহ অন্যান্য অবৈধ জাল উদ্ধারে নিয়োজিত ছিল। অভিযানে আটককৃত জালসমূহ স্থানীয় প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়। উল্লেখ্য, নৌবাহিনী কর্তৃক পরিচালিত এ অভিযানের ফলে দেশের বিভিন্ন নদ-নদীসমূহে জাতীয় সম্পদ ইলিশের সমাগম পূর্বের তুলনায় অনেকাংশে বৃদ্ধি পেয়েছে এবং ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।