২৭ সেপ্টেম্বর, ২০২৫ | ১২ আশ্বিন, ১৪৩২ | ৪ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

নেতৃত্ব শূণ্যতায় লাবণী স্টুডিও মালিক সমিতি

images-11
নেতৃত্ব শূন্যতার কারণে হ-য-ব-র-ল অবস্থা বিরাজ করছে লাবণী স্টুডিও মালিক সমিতিতে। পর্যটন নগরী কক্সবাজারের অন্যতম এই পেশাজীবী সংগঠনের সাথে জড়িত প্রায় কয়েকশ স্টুডিও কর্মী ও মালিক। পর্যটকদের বিভিন্নভাবে সেবা দিয়ে আসছে এই সংগঠনের সাথে সংশ্লিষ্টরা। কিন্তু বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায়, বর্তমানে নেই কোন কার্যকরী কমিটি। কোন কমিটি না থাকায় বিঘ্নিত হচ্ছে পর্যটন সেবা। লাবনী স্টুডিও মালিক সমিতির নির্বাচন যত দ্রুত সম্ভব সম্পন্ন হলে সমিতির অভিভাবকহীনা ঘুচবে বলে আশাকরেন পর্যটন সংশ্লিষ্টরা। তাই দ্রুত নির্বাচন দেয়ার দাবি জানান স্টুডিও মালিকরা। ১৯৯৫ সাল থেকে সমুদ্র সৈকতে লাবনী স্টুডিও মালিক কল্যান সমিতি লিঃ তাদের সমিতি রেজিষ্ট্রেশন করিয়ে একমাত্র সংগঠন হিসেবে সৈকতে ফটোগ্রাফারদের একটি নিয়মের মধ্যে নিয়ে এসেছে।

উল্লেখ্য গত ১৬/১০/২০১৬ তারিখে কক্সবাজার সদর উপজেলা সমবায় অফিসার মো আবু মকছুদকে সভাপতি, সমবায় অফিসার সঞ্জয় দাশ গুপ্ত ও বেবি আক্তারকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট কমিটিকে ১২০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে ও নির্বাচিতদের দায়ত্ব হস্তান্তর করার নির্দেশ দেয় কক্সবাজার জেলা সমবায় অফিসার মো আব্দুল লতিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে।

এ বিষয়ে লাবণী স্টুডিও মালিক সমিতির এক সদস্য বলেন, পর্যটন নগরীর এই পেশাজীবী সংগঠনের নেতৃত্ব শূন্যতা পর্যটন সেবার জন্য অনেকটা ক্ষতিকর। এ নেতৃত্ব শূন্যতা দূর করতে অভিজ্ঞ ও যোগ্যতাসম্পন্ন ব্যক্তি নির্বাচিত করা জরুরী বলে মন্তব্য করেন তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।