৬ আগস্ট, ২০২৫ | ২২ শ্রাবণ, ১৪৩২ | ১১ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন   ●  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নির্বাচন সম্পন্ন   ●  যুক্তরাষ্ট্রের জুরি বোর্ডের সদস্য হলেন চৌধুরী কন্যা স্বর্ণা   ●  ভিজিএফ চালের অনিয়ম’ নিয়ে সংবাদ – চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা   ●  শিক্ষার ফেরিওয়ালা মরহুম জালাল আহমদ চৌধুরীর ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ

নেতৃত্ব শূণ্যতায় লাবণী স্টুডিও মালিক সমিতি

images-11
নেতৃত্ব শূন্যতার কারণে হ-য-ব-র-ল অবস্থা বিরাজ করছে লাবণী স্টুডিও মালিক সমিতিতে। পর্যটন নগরী কক্সবাজারের অন্যতম এই পেশাজীবী সংগঠনের সাথে জড়িত প্রায় কয়েকশ স্টুডিও কর্মী ও মালিক। পর্যটকদের বিভিন্নভাবে সেবা দিয়ে আসছে এই সংগঠনের সাথে সংশ্লিষ্টরা। কিন্তু বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায়, বর্তমানে নেই কোন কার্যকরী কমিটি। কোন কমিটি না থাকায় বিঘ্নিত হচ্ছে পর্যটন সেবা। লাবনী স্টুডিও মালিক সমিতির নির্বাচন যত দ্রুত সম্ভব সম্পন্ন হলে সমিতির অভিভাবকহীনা ঘুচবে বলে আশাকরেন পর্যটন সংশ্লিষ্টরা। তাই দ্রুত নির্বাচন দেয়ার দাবি জানান স্টুডিও মালিকরা। ১৯৯৫ সাল থেকে সমুদ্র সৈকতে লাবনী স্টুডিও মালিক কল্যান সমিতি লিঃ তাদের সমিতি রেজিষ্ট্রেশন করিয়ে একমাত্র সংগঠন হিসেবে সৈকতে ফটোগ্রাফারদের একটি নিয়মের মধ্যে নিয়ে এসেছে।

উল্লেখ্য গত ১৬/১০/২০১৬ তারিখে কক্সবাজার সদর উপজেলা সমবায় অফিসার মো আবু মকছুদকে সভাপতি, সমবায় অফিসার সঞ্জয় দাশ গুপ্ত ও বেবি আক্তারকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট কমিটিকে ১২০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে ও নির্বাচিতদের দায়ত্ব হস্তান্তর করার নির্দেশ দেয় কক্সবাজার জেলা সমবায় অফিসার মো আব্দুল লতিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে।

এ বিষয়ে লাবণী স্টুডিও মালিক সমিতির এক সদস্য বলেন, পর্যটন নগরীর এই পেশাজীবী সংগঠনের নেতৃত্ব শূন্যতা পর্যটন সেবার জন্য অনেকটা ক্ষতিকর। এ নেতৃত্ব শূন্যতা দূর করতে অভিজ্ঞ ও যোগ্যতাসম্পন্ন ব্যক্তি নির্বাচিত করা জরুরী বলে মন্তব্য করেন তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।