১৪ অক্টোবর, ২০২৫ | ২৯ আশ্বিন, ১৪৩২ | ২১ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান

নেতাকর্মীরা প্রস্তুত স্বাধীনতাবিরোধী চক্রের যে কোন অপতৎপরতা রুখে দিতে

বার্তা পরিবেশক :

কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ প্রধান অতিথি হিসেবে যোগদান করেছেন চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কর্মীসভায়।
পৌরসভার চার নম্বর ওয়ার্ডস্থ বর্ণমালা একাডেমীর হলরুমে আয়োজিত ওয়ার্ড আওয়ামী লীগের এই কর্মীসভায় সভাপতিত্ব করেন চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রতন কান্তি চৌধুরী। সাধারণ সম্পাদক বাবলুল করিম বাবলুর সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উদ্বোধক চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, পৌরসভা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও চকরিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো. বশিরুল আইয়ুব, সাধারণ সম্পাদক লায়ন আলমগীর চৌধুরী, চিরিঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামাল হোসেন চৌধুরী।
বৃহস্পতিবার (১৮ মে) সন্ধ্যা থেকে শুরু হওয়া কর্মীসভায় পৌরসভা আওয়ামী লীগ এবং ওয়ার্ড আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি জাফর আলম বলেন, ‘স্বাধীনতাবিরোধীচক্র বিএনপি-জামায়াত আবারও দেশের আগুন সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমি বলতে চাই, এই ধরণের অপতৎপরতা চকরিয়া-পেকুয়া-মাতামুহুরীতে যারাই দেখানোর চেষ্টা করবে তাদের কাউকে শান্তিতে ঘুমাতে দেওয়া হবে। যত বড় নেতা বা শক্তিশালী ব্যক্তিই হউক না কেন কঠিণ থেকে কঠিণতর পরিস্থিতির সম্মুখিন হতে হবে বিএনপি-জামায়াতকে। এজন্য আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মীকে সদা-সর্বদা জাগ্রত থাকতে হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।