১৩ নভেম্বর, ২০২৫ | ২৮ কার্তিক, ১৪৩২ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  ১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী   ●  কক্সবাজার ৪আসনঃ প্রার্থী চুড়ান্ত, তবুও মনোনয়ন বঞ্চিত আবদুল্লাহর সমর্থকদের বিক্ষোভ   ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ

নুরুল বশর-সরওয়ার-রাজু উপজেলা নির্বাচন করছেন না

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী : বিএনপি সমর্থিত কক্সবাজারের তিনজন বর্তমান উপজেলা চেয়ারম্যান এবারের উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করছেননা। তাঁরা হলেন-কুতুবদিয়া উপজেলা পরিষদের দু’বারের নির্বাচিত চেয়ারম্যান ও কক্সবাজার জেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি এ.টি.এম নুরুল বশর চৌধুরী, পেকুয়া উপজেলা পরিষদের দু’বারের নির্বাচিত চেয়ারম্যান, বিশিষ্ট বিএনপি নেতা শেফায়াত আজিজ রাজু এবং উখিয়া উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও উখিয়া উপজেলা বিএনপি’র সভাপতি সরওয়ার জাহান চৌধুরী। উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে বিএনপি’র কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্থানীয়ভাবে তুখোড় জনপ্রিয় তিনজনই উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকছেন। বিষয়টি তিনজন বর্তমান উপজেলা চেয়ারম্যানই রোববার রাত্রে সিবিএন-কে মুঠোফোনে নিশ্চিত করেছেন। তাঁরা জানান- নির্বাচনে অংশ নেয়ার জন্য স্থানীয় নেতাকর্মী-জনসাধারণের প্রবল আগ্রহ ও তাদের চাপ থাকা সত্ত্বেও দলীয় সিদ্ধান্তের কারণে প্রহসনের নির্বাচনে তাঁরা অংশ নানেয়ার ব্যাপারে ইতিমধ্যেই চুড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। কক্সবাজার জেলা বিএনপি’র নীতিনির্ধারণকারীদের একজন ও জেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি এ.টি.এম নুরুল বশর চৌধুরী জানান-দলীয় সিদ্ধান্ত অনুযায়ী জেলার ৮ টি উপজেলা পরিষদ নির্বাচনের কোনটিতেই বিএনপি’র কোন নেতাকর্মী অংশ নিচ্ছেননা। উল্লেখ্য, পন্ঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে জেলার জেলার চকরিয়া উপজেলায় দ্বিতীয় ধাপে এবং অবশিষ্ট ৭ টি উপজেলা পরিষদের নির্বাচন তৃতীয় ধাপে আগামী ২৪ মার্চ অনুষ্ঠিত হবে। আওয়ামীলীগ জেলার ৮ টি উপজেলার মধ্যে চকরিয়াতে গিয়াস উদ্দিন চৌধুরী, পেকুয়াতে আবুল কাশেম, কুতুবদিয়াতে এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, মহেশখালীতে মোহাম্মদ হোছাইন ইব্রাহীম, কক্সবাজার সদরে কায়সারুল হক জুয়েল, রামুতে রিয়াজউল আলম, উখিয়াতে অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী এবং টেকনাফে অধ্যাপক মোহাম্মদ আলীকে ইতিমধ্যেে মনোনয়ন দিয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।