৯ আগস্ট, ২০২৫ | ২৫ শ্রাবণ, ১৪৩২ | ১৪ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন   ●  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নির্বাচন সম্পন্ন   ●  যুক্তরাষ্ট্রের জুরি বোর্ডের সদস্য হলেন চৌধুরী কন্যা স্বর্ণা   ●  ভিজিএফ চালের অনিয়ম’ নিয়ে সংবাদ – চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা   ●  শিক্ষার ফেরিওয়ালা মরহুম জালাল আহমদ চৌধুরীর ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ

নুরুল বশর-সরওয়ার-রাজু উপজেলা নির্বাচন করছেন না

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী : বিএনপি সমর্থিত কক্সবাজারের তিনজন বর্তমান উপজেলা চেয়ারম্যান এবারের উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করছেননা। তাঁরা হলেন-কুতুবদিয়া উপজেলা পরিষদের দু’বারের নির্বাচিত চেয়ারম্যান ও কক্সবাজার জেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি এ.টি.এম নুরুল বশর চৌধুরী, পেকুয়া উপজেলা পরিষদের দু’বারের নির্বাচিত চেয়ারম্যান, বিশিষ্ট বিএনপি নেতা শেফায়াত আজিজ রাজু এবং উখিয়া উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও উখিয়া উপজেলা বিএনপি’র সভাপতি সরওয়ার জাহান চৌধুরী। উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে বিএনপি’র কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্থানীয়ভাবে তুখোড় জনপ্রিয় তিনজনই উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকছেন। বিষয়টি তিনজন বর্তমান উপজেলা চেয়ারম্যানই রোববার রাত্রে সিবিএন-কে মুঠোফোনে নিশ্চিত করেছেন। তাঁরা জানান- নির্বাচনে অংশ নেয়ার জন্য স্থানীয় নেতাকর্মী-জনসাধারণের প্রবল আগ্রহ ও তাদের চাপ থাকা সত্ত্বেও দলীয় সিদ্ধান্তের কারণে প্রহসনের নির্বাচনে তাঁরা অংশ নানেয়ার ব্যাপারে ইতিমধ্যেই চুড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। কক্সবাজার জেলা বিএনপি’র নীতিনির্ধারণকারীদের একজন ও জেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি এ.টি.এম নুরুল বশর চৌধুরী জানান-দলীয় সিদ্ধান্ত অনুযায়ী জেলার ৮ টি উপজেলা পরিষদ নির্বাচনের কোনটিতেই বিএনপি’র কোন নেতাকর্মী অংশ নিচ্ছেননা। উল্লেখ্য, পন্ঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে জেলার জেলার চকরিয়া উপজেলায় দ্বিতীয় ধাপে এবং অবশিষ্ট ৭ টি উপজেলা পরিষদের নির্বাচন তৃতীয় ধাপে আগামী ২৪ মার্চ অনুষ্ঠিত হবে। আওয়ামীলীগ জেলার ৮ টি উপজেলার মধ্যে চকরিয়াতে গিয়াস উদ্দিন চৌধুরী, পেকুয়াতে আবুল কাশেম, কুতুবদিয়াতে এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, মহেশখালীতে মোহাম্মদ হোছাইন ইব্রাহীম, কক্সবাজার সদরে কায়সারুল হক জুয়েল, রামুতে রিয়াজউল আলম, উখিয়াতে অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী এবং টেকনাফে অধ্যাপক মোহাম্মদ আলীকে ইতিমধ্যেে মনোনয়ন দিয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।