৩ জানুয়ারি, ২০২৬ | ১৯ পৌষ, ১৪৩২ | ১৩ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট

নিহত সাইফ উদ্দিনের বিষয়ে পৌর আওয়ামীলীগের বিবৃতি

প্রেস বিজ্ঞপ্তি :

সাইফ উদ্দিন হত্যাকান্ড বিষয়ে কক্সবাজার জেলা পুলিশ সুপার মহোদয় ২২ আগস্ট প্রেস কনফারেন্সের মাধ্যমে মরহুম সাইফ উদ্দিন কে পৌর আওয়ামী লীগ নেতা বলে আখ্যা দিয়ে বক্তব্য রেখেছেন এবং আমরাও আরও উপলব্ধি করে দেখেছি দেশের প্রথম সারির অনেক গণমাধ্যম ও স্থানীয় অনলাইন পোর্টাল ও প্রিন্ট মিডিয়ায় পৌর আওয়ামী লীগ নেতা হিসেবে উপস্থাপন করা হয়েছে তা মোটেও সত্যি নয়।

তিনি পৌর আওয়ামী লীগের বর্তমান কমিটিতে কোন দায়িত্বে নেই। এমন গুরুতর একটি বিষয়ে জেলার একটি গুরুত্বপূর্ণ সংস্থা প্রধান ও দেশের গুরুত্বপূর্ণ ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীদের আরও দায়ীত্বশীল হওয়া প্রয়োজন ছিল। এই রকম একটি ঘটনার সঠিক ভাবে তথ্য না জেনে না বুঝে সংবাদ পরিবেশন ও উপস্থাপন আমাদের দৃষ্টিতে উদ্যেশ্য প্রণোদিত বলে মনে হয়েছে এবং আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মুলত মরহুম সাইফ উদ্দিন আগের কমিটির দায়িত্বে ছিলেন এবং দীর্ঘ বছর মাননীয় সংসদ সদস্য সায়মুম সরওয়ার কমল এর ঘনিষ্ঠ হয়ে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। যেহেতু তিনি অনেক বছর বর্তমান পৌর আওয়ামী লীগের রাজনীতির সাথে কোন ভাবে সম্পৃক্ত ছিলেন না সেহেতু তাকে বর্তমান কমিটির নেতা উল্লেখ করার যৌক্তিক কোন কারণ দেখছি না।

কক্সবাজার পৌর আওয়ামী লীগ একটি সুসংগঠিত সংগঠন। যা ইতিমধ্যে কক্সবাজার জেলার বিভিন্ন পেশাজীবি মানুষের মাঝে প্রতীয়মান হয়েছে। দলীয় যেকোন কর্মসূচি বাস্তবায়নে ও রাজপথে দেশ বিরোধী সকল প্রতিবন্ধকতা প্রতিহত করতে এবং যেকোন প্রাকৃতিক দূর্যোগ সহ মানবিক প্রয়োজনে পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দ সর্বোচ্চ ত্যাগ করে প্রথম সারিতে থেকে ইতিমধ্যে এই অঞ্চলে মানুষের মন জয় করতে সক্ষম হয়েছে। সুতরাং এমন একটি মডেল সংগঠন কে বিতর্কিত করা থেকে সকল সংস্থা ও সাংবাদিক সহ সকল কে বিরত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক উজ্জ্বল কর।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।