১৯ আগস্ট, ২০২৫ | ৪ ভাদ্র, ১৪৩২ | ২৪ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

নির্মাণ সামগ্রীর গুনগতমান পরীক্ষায় চকরিয়ায় ল্যাব উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি:
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে সারাদেশে সড়ক, সেতু, ভবনসহ নানা উন্নয়ন কর্মকান্ড চলে আসছে। এই উন্নয়নে গুণগত মান ঠিক রাখতে ও যথাসময়ে নির্মাণকাজ শেষ করতে হিমশিম খেতে হতো। উপজেলায় নির্মাণ সামগ্রীর গুণগত মান পরীক্ষাকরণ ল্যাব না থাকায় এই সমস্যার সম্মুখীন হতো উপজেলা পর্যায়ের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। তাই সময়ক্ষেপণ এড়াতে ও টেকসই নির্মাণ নিশ্চিত করতে কক্সবাজারের চকরিয়ায় নির্মাণ সামগ্রীর গুণগত মান পরীক্ষাকরণ ল্যাব উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জুন) সকাল ১০ টায় কক্সবাজারের চকরিয়াসহ সারাদেশের ২৩০ টি উপজেলায় ল্যাব উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি। এলজিইডি’র সদর দপ্তর থেকে মন্ত্রী ভার্চ্যুয়ালি একসাথে ল্যাব গুলো উদ্বোধন করেন।
চকরিয়ার ল্যাব উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান, সড়ক ও জনপদ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মো. রাহাত আলম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর চকরিয়া উপজেলা প্রকৌশলী সাফায়াত ফারুক চৌধুরী,  জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আল আমিন বিশ্বাস, ইউপি চেয়ারম্যান প্রতিনিধি দিদারুল ইসলাম,  ঠিকাদার প্রতিনিধি তৌহিদুল ইসলাম কাজল।
চকরিয়া উপজেলা প্রকৌশলী সাফায়াত ফারুক চৌধুরী বলেন, ‘এই ল্যাবটি চালু হওয়ায় উন্নয়নে গতি আসবে। নির্মাণ সামগ্রী পরীক্ষা করতে আর জেলা সদরে ছুটে যেতে হবে না।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান বলেন, ‘নির্মাণ সামগ্রীর গুণগত মান পরীক্ষাকরণ ল্যাবের স্থায়ী ভবন না হওয়া পর্যন্ত পুরাতন প্রশাসনিক ভবনের দুটি কক্ষে ল্যাবের কাজ করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।