৫ মে, ২০২৪ | ২২ বৈশাখ, ১৪৩১ | ২৫ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  কক্সবাজারে শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট রোবায়েত    ●  উখিয়ায় রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা   ●  বাহারছরা পুলিশের অভিযানে হত্যা চেষ্টা মামলার তিন আসামি গ্রেফতার   ●  নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে কচ্ছপিয়ার নোমান চেয়ারম্যানের হুমকি   ●  কক্সবাজার জেলা বিএনপির সাবেক সদস্য সিরাজুল হক ডালিম’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ   ●  নিরাপদ নুরুল আবছারকেই পছন্দ ভোটারদের   ●  আদালতে তিন মামলারই জবানবন্দি দিলেন অস্ত্র সহ গ্রেফতার সিরাজ   ●  টেকনাফে অপহরণ চক্রের সদস্য অস্ত্রসহ গ্রেফতার   ●  উপজেলা চেয়ারম্যান শফিউল্লাহর প্রার্থীতা বাতিলে হাইকোর্টে রিট   ●  প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ৩০ বছরের পথচলা ও সাফল্য উদযাপন

শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড পাওয়ায়

নিজ এলাকায় সংবর্ধিত এম. মনজুর আলম মেম্বার

 


বিশেষ প্রতিবেদক:

সমাজসেবায় সফল ইউপি মেম্বার হিসেবে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ শেরে বাংলা ‘গোল্ডেন এ্যাওয়ার্ড’-২০২৩ পাওয়ায় নিজ এলাকা কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের দুই বারের সফল ইউপি সদস্য এম. মনজুর আলম সংবর্ধিত হয়েছে। বুধবার সকালে এম. মনজুর আলম মেম্বার নিজ এলাকায় আসছেন এমন খবরে ব্যবসায়ী ও সাধারণ মানুষ সংবর্ধনার ও আনন্দ মিছিলের আয়োজন করেন। পরে ১১ টায় তিনি মরিচ্যা বাজার এসে পৌঁছালে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা ফুলেল মালা দিয়ে বরণ করেন এবং আনন্দ মিছিল করে তাকে স্বাগত জানান।
সংক্ষিপ্ত বক্তব্যে এম. মনজুর আলম বলেন, সমাজ সেবায় আমার এই অর্জন হলদিয়া পালংয়ের প্রত্যেকটা মানুষের অর্জন। তারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে বলে আমি জনসেবামূলক কাজ করতে পেরেছি। আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই। এসময় উপস্থিত ছিলেন হলদিয়া পালং ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নজির আহমদ,হলদিয়া পালং ইউনিয়ন কৃষকলীগের সাবেক সভাপতি জয়নাল উদ্দিন বাবুল, উখিয়া উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক সোহেল রানা, জাতীয় শ্রমিক লীগ হলদিয়া পালং ইউনিয়নের আহ্বায়ক কেনাম উল্লাহ, হলদিয়া পালং ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন, হলদিয়া পালং ইউনিয়ন উত্তর শাখা শ্রমিক দলের সভাপতি হাজী ওসমান, হলদিয়া পালং ইউনিয়ন উত্তর শাখা ছাত্রদলের সভাপতি মোঃ ফয়সাল, হলদিয়া ইউনিয়ন কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক রিপন মির্জা,বিএনপি নেতা জয়নাল আবেদীন,ব্যাবসায়ী মোঃ হোছন,মোঃশাহ জাহান,শ্রমিক নেতা মোঃ শাহা জাহান, মরিচ্যা বাজারে বিশিষ্ট ব্যবসায়ী শফিউল আলম (আয়াজ),মোঃশাহ জাহান,মরিচ্যা বাজার কাচা তরকারী ব্যবসায়ী সমিতির সভাপতি জয়নাল আবদীন হাজারী,মরিচ্যা বাজার শুটকি মাছ ব্যবসায়ী সভাপতি মোঃ ইউসুফ বাবু, তরুণ ফুটবলার শেখ জামাল,পালং জার্নালের সম্পাদক সোহেল সিকদার রানা।

প্রসঙ্গতঃ গত সোমবার বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে ”উপমহাদেশে শিক্ষা বিস্তারে শেরে বাংলা এ.কে ফজলুল হক এর ভূমিকা” শীর্ষক আলোচনা সভা, গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে ইউপি সদস্য এম. মনজুর আলমকে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।