১৭ আগস্ট, ২০২৫ | ২ ভাদ্র, ১৪৩২ | ২২ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন   ●  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নির্বাচন সম্পন্ন

নিছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে টেকনাফে এইচএসসি ও আলিম পরীক্ষা অনুষ্টিত : অনুপস্থিত-৫

teknaf hsc pic 01-04-15
টেকনাফে নিছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে এইচএসসি ও আলিম পরীক্ষা অনুষ্টিত হয়েছে। প্রথম দিনের পরীক্ষায় ৫ জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে বলে জানা গেছে। ১ এপ্রিল বুধবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত পরিক্ষা অনুষ্টি হয়। তবে কেন্দ্রে আইন শৃংখলার দায়িত্বে পুলিশ ও আনসারের পাশাপাশি বিজিবির টহল জোরদার রাখা রেখেছে। সকালে পরিক্ষা চলাকালীন সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোজাহীদ উদ্দিন ও মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ কবির হোসেন কেন্দ্র পরিদর্শন করে বিভিন্ন বিষয়ে খুজ খবর নেয়।
এজাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে কেন্দ্র সচিব উপজেলা রির্সোস সেন্টার কর্মকর্তা নুরুল আফসার জানান, এবারের এইচএসসি পরিক্ষায় এ কেন্দ্রে প্রথম দিনে ১২২ জন শিক্ষার্থীর মধ্যে ৩ জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে। এতে ১১৯ জন শিক্ষার্থী অংশ নেয়। তবে কেন্দ্রে নিয়মিত-অনিয়মিত ১৬২ জন শিক্ষার্থী রয়েছে বলে জানায়। তিনি জানায়, শান্তিপূর্ন পরিবেশে সুষ্ট ভাবে পরিক্ষা অনুষ্টিত হয়েছে।
অপরদিকে রঙ্গীখালী দাঃ উঃ ফাজিল মাদ্রাসা কেন্দ্র সচিব অধ্যক্ষ মাওলানা মোঃ কামাল হোছাইন জানান, আলিম পরীক্ষা কেন্দ্রে প্রথম দিনে ৭১ জন শিক্ষার্থীর মধ্যে ২ জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে। এতে ৬৯ জন শিক্ষার্থী অংশ নেয়। তবে কেন্দ্রে নিয়মিত-অনিয়মিত ৭২ জন শিক্ষার্থী রয়েছে বলে জানায়। এ কেন্দ্রে ৩ টি মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়। উপজেলা সিঃ মৎস্য কর্মকর্তা সৈয়দ হুমায়ুন মোর্শেদ কেন্দ্রের সার্বিক দায়িত্ব পালন করেন। তবে পরিক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রের বাহিরে শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় মুখরিত ছিল। তবে শান্তিপূর্ণ পরিবেশে সুষ্টভাবে পরীক্ষা সম্পূন্ন হওয়ায় অভিভাবকদের মাঝে স্বস্তি দেখা দেয়।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোজাহীদ উদ্দিন জানান, নিছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে প্রথম দিনের পরীক্ষা সুষ্টভাবে সম্পূন্ন হয়েছে। তবে কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কেন্দ্রে বিশৃংখলা রোধে সচিব ও হল সুপারদের সতর্ক দৃষ্টি রাখার আহবান জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।